আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামিণফোন এর নতুন অফার প্রতি রিচার্জে ১০০% বোনাস!

প্রিপেইড গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো দারূন আকর্ষণীয় এক অফার। ৬ই সেপ্টেম্বর ২০১৩ থেকে সকল প্রিপেইড শুধুমাত্র ২২ টাকা রিচার্জ করেই পাবেন ১০০% বোনাস। এই অফার উপভোগ করার জন্য কোন রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।
এছাড়াও থাকছে অফার চলাকালীন দৈনিক সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহকের জন্য একটি Samsung Galaxy Grand হ্যান্ডসেট! অফারের বিস্তারিত
অফারটি ডিজুস, স্মাইল, সহজ, আপন, বন্ধু, স্পন্দন, আমন্ত্রণ, নিশ্চিন্ত এবং একতা প্রিপেইড ১, ২ এর জন্য প্রযোজ্য কাস্টমারকে একসাথে ২২ টাকা রিচার্জ করতে হবে। বোনাস পেতে শুধুমাত্র ফ্লেক্সিলোড দিয়ে রিচার্জ করতে হবে কাস্টমার যতবার খুশি ২২ টাকা রিচার্জ করতে পারবেন এবং প্রতিবার রিচার্জে ১০০% বোনাস পাবেন যদি কোনো কাস্টমার ১০০% রিচার্জ বোনাস চলাকালীন মিনি বান্ডেল/স্মার্ট প্ল্যান কিংবা ২৫ পয়সা অফার ক্যাম্পেইনটি গ্রহণ করেন, সেক্ষেত্রে বান্ডেল মিনিট প্রথমে শেষ হবে ইমারজেন্সি ব্যালেন্স-এ ব্যবহৃত রিচার্জে এই অফার প্রযোজ্য হবে না রিচার্জের উপর ভিত্তি করে, কাস্টমার ১০০% বোনাস পাবেন, যা ২৪ ঘন্টা জিপি-জিপি লোকাল ভয়েস কলে ব্যবহার করা যাবে ‘মাই জোন’ ট্যারিফ এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য নয়। বোনাস টাকা শেষ হবার পর ‘মাই জোন’ ট্যারিফ ব্যবহার করা যাবে বোনাস ২৪ ঘন্টা জিপি-জিপি কলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে (৬০ পয়সা বা তার কম কলের ক্ষেত্রে বোনাস ব্যবহার করা যাবেনা) যারা জিপি অফার টার্গেট ক্যাম্পেইনে অথবা সর্বশেষ চার্ন ব্যাক ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন না রিচার্জের দিনসহ বোনাসের মেয়াদ ২ দিন এই অফারটি ৩০ সেপ্টেম্বর’২০১৩ পর্যন্ত চলবে কাস্টমার সরাসরি *৫৬৬*৮# নম্বরে ডায়াল করে বোনাস সম্পর্কে জানতে পারবে ১৫% ভ্যাট প্রযোজ্য
এছাড়াও থাকছে
এই ক্যাম্পেইন চলাকালীন, প্রতিদিন সবচেয়ে বেশি (যেকোনো অ্যামাউন্ট) রিচার্জকারী পাবেন একটি করে Samsung GALAXY GRAND জেতার সুযোগ গ্রামীণফোন হতে একটি এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের হ্যান্ডসেট বিজয়ীর নাম জানিয়ে দেয়া হবে বিজয়ী তার হ্যান্ডসেটটি অক্টোবর মাসে বুঝে পাবেন। কোথা থেকে হ্যান্ডসেট নিতে হবে, তা গ্রামীণফোন থেকে জানিয়ে দেয়া হবে সূত্র:grameenphone.com

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.