আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর
এক গ্রামে বাস করতো এক মহাচোর, যার একমাত্র নেশা ছিল অবৈধ অর্থ উপার্জন আর নোংরামি করা , নিরহ গ্রামবাসি সব জেনেও কিছু করতে সাহস পেত না , শুধু মনে মনে উক্ত চোরকে ঘৃনা করতো। একদিন চোরের মৃত্যুঘন্টা বেজে উঠলে -চোর তার ছেলেমেয়েদেরকে ডেকে বললো সারা জীবন মানুষের অনিষ্ট করেছি , ভাল কিছু করিনাই। আমার মৃত্যুর পর বাবারা তোরা এমন কাজ করবি যাতে সবাই আমাকে ভাল বলে ।
বাবার মৃত্যুর পর ছেলেরা তার বাবার চেয়েও ভয়ংকর রুপধারন করলো ! তারা বাবার পরকালের মঙ্গলের জন্য একযোগে মানুষের এমন অনিষ্ট শুরু করে দিল, কয়েক মাসের মধ্যেই তারা তাদের বাবার অপকৃতিকেও হার মানালো , ফলে ঐ গ্রামের মানুষ বলাবলি শুরু করে দিল, এদের চেয়ে এদের বাবাই বরং ভাল ছিল।
বর্তমানে এভাবেই আমাদের জাতির পাপ মোচন হচ্ছে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।