আমাদের কথা খুঁজে নিন

   

ফল এ পরিচয়

আমার ব্যক্তিগত ব্লগ

"বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়"। কথাটা শুনেছেন নিশ্চয়। ছোট বেলা থেকেই আমি গাছ চিনিনা। মানে আলাদা করতে পারিনা। গাছ দেখলে কোনটা আম গাছ, আর কোনটা লিচু গাছ এটা আমার পক্ষে আলাদা করা খুবই কঠিন কাজ।

ভয় পাবেন না আমি কলা গাছ আলাদা করে চিনি। যাই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস হতো এ্যানেক্স ভবনে (শহীদ মিনারের উল্টো পাশে)। সেখানে বেশ কিছু গাছ আছে। যার কোনটাই আমি চিনিনা। সময় পেলে মাঝে মাঝে বারান্দায় দাড়িয়ে চেনার চেস্টা করতাম।

একদিন একটা গাছে দেখলাম বেল ধরেছে। এবার চিনতে পারলাম এটা বেল গাছ। পুরানো দিনের একটা ছবিতে একটা গান শুনেছিলাম "ন্যারা কি কভু বেল তলা যায়?" এতে আমার ধারনা হয়েছিল বেল গাছ, তাল গাছের মতোই উঁচু কোন গাছ হবে এবং ন্যাড়ার মাথায় তাল পড়ার মতোই বেলও পড়তে পারে। এবার দেখলাম গাছটা মোটেও সেরকম নয়। মাঝারী আকারের বড়ই গাছের মতোন।

না না কাটা নেই। যখন বেল ধরে, গাছটা দেখতে খুব সুন্দর লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।