আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুর-৪ টু নোয়াখালী-৪

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

হেলিকপ্টারে করে বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান গিয়েছিলেন লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন পত্র জমা দিতে । নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র গ্রহণে অস্বীকৃতি জানান । পরে বিকালে তিনি মাইক্রোবাসে করে নোয়াখালী পৌছান এবং বিকাল সাড়ে চারটায় নোয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন । নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল হক জানান, বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি তাঁর কার্যালয়ে এ মনোনয়নপত্র গ্রহণ করেন । বিস্তারিত প্রথম আলোর পাতায় Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।