দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
ভোর পাঁচটা। মাইকে হুজুর গান গাইছেন, আল্লার কসম।
একটু পর আজান হবেঃ
এক মসজিদে আজান হলো, ঐ মসজিদে গান অব্যাহত আছে।
আরেক মসজিদে আজান হচ্ছে, সেই মসজিদে গান চলছে।
আমার মহল্লার ৪ মাথায় ৫টা মসজিদ,
এখন দুই মসজিদে একসঙ্গে আজান হচ্ছে। আজান ওভার ল্যাপ।
গানও ভেসে আসছে, ইসলামী সংগীত।
রাস্তার ঐ পাশের এক মহল্লার মসজিদে এখন আজান হচ্ছে,
এটা আজ সকালে শোনা ৬ নম্বর আজান।
আকাশে আলো ছড়াচ্ছে, কাক ডাকছে
কুয়াশার এমন ভোরে পথে নেমে গেছে পথিক
এক টুকরো ময়লা চাদর গায়ে
ঝাড়ুদার ঝেটিয়ে চলেছে আমাদের যাবতীয় দুষন।
এই ভাবে এ শহরে
আজ আবারো একটি দিনের শুরু হলো।
সুপ্রভাত বাংলাদেশ,
সুপ্রভাত জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।