আমাদের কথা খুঁজে নিন

   

গাছ বড় হলে সার হয় আর মানুষের বয়স বাড়লে অসার হয়...,(মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ স্মরনে)



৭১এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর বেচে নেই। গত বুধবার তিনি হঠাৎ সেট্রাকে মারা যান। তার মৃতু্রর মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস মুক্তিযোদ্ধা শূন্য হয়ে গেল। তিনি আমাদের ক্যাম্পাসের বায়োক্যামিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব সহকারী ছিলেণ। তার সাথে আমার পরিচয় জোট সরকারের মাঝ আমলে।

তার আপগ্রেডেশন হচ্ছিল না। অপরাধ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমি ও প্রথম আলোর সাংবাদিক তার বাসায় গিয়েছিলাম তার কাগজপত্র দেখার জন্য। তাকে প্রায়ই দেখতাম সিগারেট ফুঁকতে। একদিন আমি একটি চা স্টলে চা খাওয়ার সময় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মামা ড. কামাল হোসেন সম্পর্কে শিরোনামের উক্তিটি করেছিলেন।

হঠাৎ করে এ মুক্তিযোদ্ধার মৃতু্য আমাকে ব্যাতিত করেছে। তার লাশ দেখার পর আমার ভেতর অপরাধ বোধ কাজ করছে। যারা দেশকে স্বাধীন করেছে তারা দেশ থেকে কি পাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।