ভাল লিখা সহজ কাজ নয়। লিখতে ইচ্ছে হয়, চেষ্টা করি...চর্চা আর জ্ঞানের অভাবে লিখা হয় না। তাই পড়তেই ভালবাসি, তবে এড়িয়ে চলি দুর্বোধ্য লিখা, গুণাগুণ সেতো পরের ব্যপার। কঠিন লিখা আমাকে পড়তে হয় একাধিক বার - বুঝতে ও রসাস্বাদন করতে; তথ্য-ব্যবস্থাপনা ও তথ্য-প্রযুক্তির লোক হিসেবে আমার জন্য যেটা দূঃষ্কর। এই ব্লগে অনেক প্রতিষ্ঠিত এবং ভাল লিখিয়ের পাশাপশি আমার মত আনকোরাদেরও পেলাম, তাতেই সাহস আসল বুকে। বাংলা ব্লগে এই প্রথম শব্দ সাজানো, দেখি কতদিন পারা যায়। যদিও নিজেকে লুকিয়ে রাখতে কখনও সায় ছিল না, তাই ‘ডুবুরি’ হয়েই ডুব সাঁতারে খুজেঁ ফিরি ব্লগিং-এর মণি-মুক্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।