আমাদের কথা খুঁজে নিন

   

আইজ লর্ড ক্লাইভের আত্মহত্যা দিবস।


এক মহান ব্রিটিশ লর্ড তাঁর মহান কর্মের অনুশোচনায় ১৭৭৪ সালের এই দিনে আইন নিজের হাতে তুইলা (!) নিজের মাথায় পিস্তলের বুলেট পুইরা ধরাধাম ত্যাগ করেন। তিনি লর্ড রবার্ট ক্লাইভ। আমরা বাঙ্গালিরা যতই গালি দেইনা তাঁরে, তিনি কিন্তু আক্ষরিক অর্থে একজন মহান দেশপ্রেমিক আছিলেন। বৃটেনের জন্য তিনি যা করেছেন তা বৃটিশরা আজীবন মনে রাখবে। তাঁর মৃত্যুতে আমরি হাইসাছি মাগার বৃটিশরা ঠিকই অশ্রুপাত করেছে।

আমরা যদি এমন দেশ প্রেমিক হইতাম। আমরা আসলে মীর জাফর, জগৎ শেঠ আর উমিচাঁদের জাত। নাইলে ব্যক্তি স্বার্থে 'মা' বিক্রি করে কোন অমানুষ? সালাম ক্লাইভ, তোমারে সালাম। তুমি আমাদের কাছে যতই ক্রুর, পাষন্ড, হঠকারী হওনা কেন, যতই নজরূল লিখুন না কেন, "কান্ডারী তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর" তুমি আমাদের অনেকের চেয়ে হাজার গুন ভাল, অন্তত নিজের দেশরে তো বেইচ্চা দিবার চাও নাই। তোমারে সালাম।

(মাইনাস দিবার আগে একটু ভাইবেন, আমি ভুল কইসি কি না কারন বাঙালি হিসেবে আমিও ক্লাইভরে মাইনাস)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।