আমাদের কথা খুঁজে নিন

   

বণী ইসরাঈলের কাহিনী-৫ (জালুত ও দাউদ (আঃ) এর যুদ্ধ)

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

বণী ইসরাঈলের বাদশাহ তালুত এবার ঘোষনা করলেন পবিত্র ফিলিস্তিন ভূমিই আমাদের পিতৃভূমি । আমরা জর্দান থেকে নদী পার হয়ে ফিলিস্তিন আক্রমণ করব । বিজেয়ের আগ পর্যন্ত যুদ্ধ চলবে । জালেম বাদশাহ জালুতকে পবিত্র ভূমি থেকে নির্মূল করতে হবে । হযরত শামভীল (আঃ) বললেন, ইতিঃপূর্বে বণী ইসরাঈলীরা প্রতিজ্ঞা করেও যুদ্ধ না করায় তীহ প্রান্তরে ৪০ বছর নজরবন্দী ছিলো ।

এরা বলার সময় আগে আগে বলে কিন্তু পরে পিছু হটে যায়। তাই তাদের আগে পরীক্ষা করা দরকার । এসময় আল্লাহপাকের তরফ থেকে নবীকে ওহী ও তালুতকে ইলহাম দিয়ে জানানো হল যে, ফিলিস্তিনে ঢুকতে পড়বে জর্দান নদী । সেই নদীর কাছে যাওয়ার পর যারা পরিমিত পানি পান করবে বা করবেনা তারই সঠিক সৈনিক । আর যারা অধিক পনিমাণ তৃপ্তি মিটিয়ে পানি পান করবে ও সাথে নেবে তারা পেছনে ভাগবে ।

প্রচন্ড খরতাপ ও অগ্নিদাহের মধ্যে দীর্ঘপথ অতিক্রম করে সৈন্য দল জর্দান নদীর কূলে এসে থামলো । আল্লাহপাকের ভাষায়, 'অনন্তর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো, তখন সে তাদেরকে বললো, আল্লাহ তোমাদের একটা নদী দিয়ে পরীক্ষা করবেন । যে ব্যাক্তি তা থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় । আর যে ব্যাক্তি পানি মুখেও নিবেনা সে আমার দলভুক্ত । তবে এই ব্যাক্তির জন্য অনুমতি আছে যে স্বীয় হাতে মাত্র এক অন্জলী পান করে ।

" (সূরা -বাকারা ) কিন্তু বণী ইসরাঈলীরা বাকা স্বভাবের । তাদের মধ্যে আসল লোক খুবই কম । জর্দান নদীতে পানি পানের পরীক্ষাতে উত্তীর্ণ হলেন মাত্র ৩১৩ জন মর্দে মুমিন । (বদর যুদ্ধেও এই পরিমাণ সৈন্যই আল্লাহপাক হুজুর (সঃ) এর সাথী করেছিলেন । ) যারা নবীর নির্দেশ ও বাদশাহ তালুতের পরামর্শ মেনেছেন , তারা পানি পান না করে বা এক অন্জলী পান করেই সতেজ-সবল হয়ে যান ।

আর তৃপ্তি মিটিয়ে অধিক পানকারীরা দুর্বল হয়ে পড়ে এবং নদী পার হতেও তাদের কষ্ট হয় । বাদশাহ তালুত বুঝলেন যে এসব লোক দিয়ে যুদ্ধ যাত্রা ঠিক হবে না । তিনি ৩১৩ জন নিয়েই যাত্রা শুরু করলেন । বাকীরা বললো , বেদ্বীন বাদশাহ জালুতের একলাখ সৈন্যের সামনে এই স্বল্প সৈন্য নিয়ে না যাওয়াই ভালো । তালুত বললেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন ।

জালুত এক লাখ সৈন্য নিয়ে জেরুজালেমের বাইরে জেরিকো ময়দানে সমবেত হয় । বণী ইসরাঈলীদের মধ্যে ছিলেন, ঈমানদার ছয় ভাই যোদ্ধা । । তাদের খোজে তাদেন সপ্তম ভাইকে ওদের বাবা খোজ নিতে পাঠান । এই ভাই কনিষ্ঠ এবং বালক ছিলো ।

সে আসার সময় ছোট ছোট তিনটি পাথর পথের মধ্যে কথা বলে ওঠে । বলে যে, আমাদের তোমার সাথে নাও । আমাদের নিক্ষেপ করে তুমি জালেম বাদশাহ জালুতকে হত্যা করতে পারবে । বালক থলেতে তিনটি পাথরই নিলেন । যুদ্ধের ময়দানে বিকট শরীর ও চেহারার জালুত বললো, ৩১৩ তো এক লাখের কাছে মাছির মতো ।

তার চেয়ে কার হিম্মত আছে আমার সাথে একা লড়তে ? তখন এই বালক বললেন, আমি যাবো । তালুত দেখলেন, সে নিতান্তই একজন বালক মাত্র । সবাই না করলেও তার বার বার অনুরোধে তাকেই পাঠানো হলো জালুতের মোকাবেলায় । ঢাল তলোয়ার ছাড়া তিনটি পাথর নিয়ে একটা বালক তালুতের সামনে । মহবীর জালুত বললো, হে বালক ! তিনটি পাথর নিয়ে তুমি কি কুকুর মারতে এসেছো ? বালক বললো, তুমি তো কুকুরেরও চেয়েও অধম ।

তোমর জন্য তো এই পাথরই যথেষ্ট । অতঃপর বালক তিনটি পাথর একে একে নিক্ষেপ করা শুরু করলেন । পাথর গিয়ে জালুতের মাথায় পড়ে । তার মাথা ফেটে চৈাচির হয়ে যায় । এই বালকই হল হযরত দাউদ (আঃ) ।

সূরা বাকারায় আল্লাহ এরশাদ করেন, "আল্লাহর হুকুমে (বণী ইসরাঈলীরা) তাদের পরাজিত করলো এবং দাউদ হত্যা করলেন জালুতকে । " জালুত মারা যাবার পর ৩১৩ জন জিহাদীকে প্রতিমা পূজারীদের মনে হলো লাখো লাখো তলোয়ার ও বর্শাধারী সৈনিক । ফেরেশ্তারা নেমে এসেছিলেন, যেমনি এসেছিলেন বদরের যুদ্ধে । ফয়সালা হয়ে গেলো । দখল হলো ফিলিস্তিন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।