যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
চশমার দুটো ডান্ডার একটা খানিক আলগা হয়ে ছিল। ছোখ থেকে খুলতেই সেটা ছুটে গেল। ডান হাতে বাগানোর চেষ্টা করলাম। চেয়ারের হাতলে পড়তে যাচ্ছে। পিছলে গেল।
হাতলের উপরে পড়ে একটু লাফিয়ে উঠলো উপরে, ঘুরে গেল পতন কালের দিক, যে পাশটা লেগে থাকে চশমার গায়ে সেটা এবার নীচু হয়ে গেলো। একটা ক্ষুদ্র স্ক্রু তার সাথে লটকানো ছিলো। হাতলের সংঘর্ষে স্ক্রু বিচ্ছিন্ন হয়ে গেলো, আলাদা হয়ে সেটাও নিম্নগামী। চশমার লম্বা ডান্ডাও ততক্ষণে নিচে নামতে শুরু করেছে। স্ক্রু ও ডান্ডা একই দিকে, খানিক দূরত্বে, ভিন্ন গতিতে।
ডান্ডাটা ধেয়ে নেমে যাচ্ছে। স্ক্রুকে ছাড়িয়ে গেলো মাঝপথে।
তবে নাটকীয়তার বাকী ছিল তখনও। চশমার ডান্ডাটা যেখানে পড়তে যাচ্ছিল সেখানে ছিল পা থেকে খসানো স্যান্ডেল। ডান্ডাটা হয়তো সেখানেই পড়তো।
কিন্তু কোন এক অস্বাভাবিক ইন্ধনে স্যান্ডেলটি পা দিয়ে সরিয়ে দিলাম। ডান্ডা এবার সিমেন্টের ফ্লোরে পড়বে, কিছু পরে স্ক্রু।
ডান্ডাটা ফ্লোরে পড়ে নেচে উঠলো খানিক। তারপরে স্থির হয়ে গেলো। আর স্ক্রুটা!
সেটা পড়লো স্যান্ডেলের উপরেই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।