আমাদের কথা খুঁজে নিন

   

হে সহ ব্লগার নো হার্ড ফিলিংস্......

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

নিজের ব্যক্তিগত কোন কিছু ব্লগে লিখতে আমার ভাল লাগে না। যে কারনে আমার এই নিক জাতেমাতাল নেওয়া। এই নিকের কিছু পুর্ব ইতিহাস আছে- পাঠক আগ্রহ বোধ করলে সে কাহিনী এখানে পড়তে পারেন। ব্লগ শুরুর আগে আমার আইডিয়া ছিল বিবেক জাতীয় কোন একটা চরিত্র বেছে নেওয়া। আইডিয়ার ব্যাপারে আমি তেমন স্মার্ট নই- দেখাই যাচ্ছে- বিবেক টিবেক জাতীয় চরিত্র একটা ক্লিশে- সেই যাত্রাপালা আমলের বস্ত, বহু ব্যবহারে জীর্ন।

পরে ভাবলাম জ্ঞানপাপী- যে কিনা কোনটা ভাল কোনটা মন্দ দিব্বি ভাল বোঝে- কিন্ত করে সেটাই, যা করলে তার সুবিধা হয়। আমাদের জাতীয় চরিত্র আর কি!!! চিত্রা আমার মেজদার মেয়ে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ে। আমার আগের কোন একটা পোষ্টে তার সাথে আপনাদের পরিচয় হয়েছিল- যদিও আসল কথা হচ্ছে চিত্রা তার আসল নাম নয়। পরিচয় প্রকাশে অরাজি তার নামটা বাধ্য হয়েই বদলে দিয়েছি। চিত্রা নামটাও তার নিজেরই বেছে নেওয়া- মহান হে আমার নামের একটা পোষ্ট থেকে।

মহান হে আমার- লিখা হয়েছিল অন্য একটি পোষ্টের শ্যাডো পোষ্ট হিসাবে। তো এই চিত্রা আমার অনেক কর্ম--কুকর্মের সঙ্গী, আমার অন্যতম পরামর্শদাতা। তার হাতেই জাতেমাতাল এর সৃষ্টি। যা ছিল আমার ভাবনায় জ্ঞানপাপী-পুলাপাইনের হাতে পড়ে তা হল জাতেমাতাল। পরে দেখলাম চিত্রার বন্ধুরাও দারুন প্রশংসা করলো- জাতেমাতাল যে কিনা ভান করে সে প্রকৃতিস্থ নয়-অথচ তার জ্ঞানের নাড়ী টনটনে।

এভাবেই শুরু হলো জাতেমাতাল এর পথ চলা। বিড়ম্বনা ঘটলো দুইদিন আগে- জনৈক সেলিব্রিটি ব্লগার (যার পোষ্ট স্টিকি করা হয় নিশ্চয়ই তিনি অতি উচ্চাঙ্গের ব্লগার) এর পোষ্টে গিয়ে কমেন্ট করেছিলাম ………(উনার নাম) ক্রমশঃ আমার প্রিয় হয়ে উঠছে। সন্ধ্যায় ঘরে ফিরে আমার মন্তব্যের জবাব দেখলাম--মাতাল মানুষ, নেশা কেটে গেলেই আবার গালাগালি করবেন। সেই মন্তব্যের জবাব লিখে পোষ্ট করতে গিয়ে দেখি-উনার পুরা পোষ্টটাই হাওয়া- কোন বাগ জাতীয় কান্ড হতে পারে। সে যাই হোক--ব্যক্তিজীবনে আমি কখনই সুরাপ্রেমিক নই- যদিও শুচিবায়ূও নই কোন।

কিন্ত তাল হারানো আমার কাছে সবসময়ই বোকা বোকা একটা কাজ। আর আমার অভিধানে এবং আমার সংস্কৃতিতে কাউকে তাল হারানোর অপবাদ দেওয়া ইজ ভেরী রুড!! সেই মুল পোষ্ট কোথায় উবে গেছে জানিনা ফলে হে সহ ব্লগার নো হার্ড ফিলিংস্। সেই মন্তব্যের জবাবে আমার যা বক্তব্য তা এখানে তুলে ধরলাম- আমার জবাব ছিলঃ “দেখা যাচ্ছে নাম দেখেই আপনি সব কিছু চিনতে চান, নামের প্রতি আপনার আস্থা অগাধ, বুঝলাম- আওয়ামী লীগ কেন আপনার কাছে আওয়ামের লীগ আর বিএনপি কোন জাতীয়তাবোধ আপনার দিলে জাগিয়ে তোলে। দুঃখিত ………(উনার নাম)আপনার ব্লগের নিরবচ্ছিন্ন লাগাতার প্রশংসার নিশ্চয়তা দিতে পারছি না বলে- সমালোচনা তো করতেই পারি-কিন্ত গালি? ও গাঁয়ে আমার কোন ঘরবাড়ী নাই ......। “


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।