আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর তুমি আজ মুখোমুখি...

জ্ািননা

শেষ বিকেলের আলো নিজেকে নিঃশেষ করে যখন ভূবন রাঙ্গালো .... পাখিরা ক্লান্তি নিয়ে ঘরে ফিরছে .. তোমার হেয়ালী ডাকে আমি আর তুমি আজ মুখোমুখি... আজ আমার আনন্দে আত্নহারা হবার কথা.. তবুও অনূভুতিরা অনুপস্হিত তোমার জন্য মেকি হাসিরাও ঠোটে ভর করেনা অথচ শেষ বিকেলে তুমি উদ্ভাসিত..উচ্ছল যেন বাধ ভাঙ্গা সাগরের জল.. প্রশ্ন জাগে মনে .... আজ তুমি আমার জমানো ভালবাসা হিসেব নিতে এলে ? এতটা বছর পর আজ সময় হল তোমার.. ভালোবাসা যাছাইয়ের! তোমার হিসেবের খাতা তো গুছানো আমার এলোমেলো জীবন খাতায় দেবার কিছুই নাই তাই তোমার ফিরে আসাতে আজ কিছু যায় আসেনা আবেগ মরেছে হেয়ালীর জোয়ারে... অপেক্ষারা ক্লান্তিতে অচেতন ঘুমে.. তাই আজ তুমিও ফিরে যাও শূন্য হাতে. একদিন যেভাবে আমি ফিরেছি পার্থক্য শুধু ... তুমি ফিরিয়েছ হেয়ালীতে আর ফিরে যাচ্ছ পাবার মতন কিছু নেই বলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।