আমাদের কথা খুঁজে নিন

   

বাম হাত নেই তবুও জীবন থেমে নেই প্রতিবন্দ্বী তোতা মিয়ার কর্মব্যস্ততা

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

এক হাত না থাকার পরেও ভ্যাস চালানোর মত কষ্ট সাধ্য কাজের মাধ্যমে জীবিকার জন্য নিরন্তর লড়াই করে চলেছেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের প্রতিবন্দ্বী তোতা মিয়া । ভিক্ষাবৃত্তি বা পরামুখাপেক্ষী হয়ে টাকা বা সাহার্য চেয়ে জীবকা নির্বাহের বদ অ্যভাস গড়ে তোলেনি দরিদ্র তোতা মিয়া। জীবন যুদ্ধে তোতা মিয়ার অভাবের সংসার চলছিল কোন মতে। দিন মজুরের কাজ করতেন আগে। কিন্তু বিধি বাম, নিয়তির নির্মম পরিহাসে গত ৬-৭ বছর পূর্বে আখ মাড়াইয়ের সময়ে ক্রাসারের ভিতর বাম হাত ঢুকে যায় তার ।

কোন রকমে প্রাণে বাঁচলেও হারাতে হয় এক হাত। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হন। এক হাত নিয়ে কিইবা কাজ করা যায়। এসব চিন্তার সাথে সাথে তাই বলে ভিক্ষাবৃত্তিকে সম্বল করেননি। জীবিকা নির্বাহ করার জন্য বেছে নেন ভ্যান চালানোর কাজ।

তোতা মিয়ার সংসারে ৩ মেয়ে ও ২ ছেলে। এক মেয়ের ইতোমধ্যে বিয়ে দিয়েছেন । ছেলেরাও দিন মজুরের কাজে যুক্ত হয়েছে। ৪৬ বছর বয়স্ক প্রতিবন্দ্বী তোতা মিয়া প্রতিদিন ভ্যানে করে নিজ গ্রাম থেকে ভাড়া নিয়ে শহরে আসেন। ব্যস্ততম এলাকার গাড়ি ঘোড়ার ভিড়ের মধ্যেও এক হাতে ভ্যান চালিয়ে চলেছেন জীবিকার তাগিদে।

এভাবে প্রতিদিন ৮০-৯০ টাকা আয় হয়। দিন রাত খেটে চলেছেন স্ত্রী, সন্তানসহ পরিবাদের ৬ সদস্যের সংসারে সবার মুখে এক মুঠো অন্ন তুলে দেবার জন্য। *নির্মলেন্দু পোদ্দার ২০/১১/২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।