গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
গত কয়েকদিন ধরে ব্লগের বাইরে আছি। এবার কার্যকর অর্থেই বাইরে। মানে হলো গিয়ে অফলাইনেও ব্লগ ফলো করা হচ্ছেনা। কোন নির্দিষ্ট কারন নাই আবার কিছু কারন আছে বটে।
প্রথমত কিছু একাডেমিক কারনে সময়ের উপর বাড়তি চাপ বেড়ে গেছে।
দ্বিতীয়ত ব্লগিং এর মনে হয় বায়োলজিকাল সাইকেল থাকে। কোন কোন মাসে খুব নেশা উঠে যায়। পোস্টের পর পোস্ট। তার পর কোন কারন ছাড়াই আবার ভাটা। অনেক প্রোফেশানাল টাইপ ব্লগার দের গতিতেও ভাটা পড়তে দেখেছি মাঝে মাঝে।
অনেক হিট ব্লগার দের লেখার সংখ্যা এবং মন্তব্যের সংখ্যাও অনেকসময় ওঠা নামা করে।
আরেকটা বিষয় খেয়াল করেছি, আমি নিজে ব্লগিং টাকে পুরোপুরি একটা শখ হিসাবে নিতে পারিনি। কেন যেন লিখতে গেলেই সিরিয়াস হয়ে উঠি কিছুটা। যদিও অনেকের সাধারন বিষয় গুলো নিয়ে অসাধারণ লেখা আমাকে অবাক করে। মুগ্ধ হয়ে পড়ি, তারপরও কিছু লিখতে গেলে অনেক ভাবনা চেপে ধরে।
সে যাই হোক, গত কয়েকদিনে কোরিয়ার সিউলের আবহাওয়া অনেক পাল্টিয়েছে। এক সপ্তাহর ভিতরে ১০ ডিগ্রী সেলসিয়াস থেকে তাপমাত্রা মাইনাস ৪/৫ এ যেয়ে ঠেকেছে। সাথে কনকনে বাতাস। বন্গবাজারের বস্তা জ্যাকেট (সবচেয়ে কাজের জিনিস), কানটুপি আর মাফলার পেঁচিয়ে মাইনাসের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে দিনে ৪ বার বের হই। প্রতিবার ১০ মিনিটের পথ।
খুব মজা লাগে ঠান্ডার মাঝ দিয়ে পথ কেটে চলাটা। নিজের অজান্তে ক্লোজআপ ওয়ানের 'রজনী, হইসনা অবসান' গেয়ে উঠি ভর দুপুর বেলা। তবু যদি একটু ঠান্ডা ভুলে থাকা যায়।
লেপ থেকে বেরিয়ে ল্যাব, ল্যাব থেকে বাসার লেপ। গন্ডিটা অনেকটা এরকমই হয়ে গেছে এখন।
ঘুমাতে গেলে কাজের কথা মনে হয়, কাজ করতে গেলে ঘুম আসে। ঘুমের ভিতর আজব আজব সব কথা মনে পড়ে। কোন পুরনো দিনের সব গান মনে পড়ে যায়।
আজ মনে পড়লো অনেক পুরনো একটা গান। বাসায় অডিও ক্যাসেটে আপা বাজাতো।
আমি তখন ঐটার তালে নাকি নাচতাম, গানটা আগে কোনদিন ভিডিওতে দেখিনাই। না দেখে অবশ্য কিছুটা ভালোই করছি। কিমি কাটকার আপা নাচানাচি করছে ঐ গানে। তবে গানটার অডিও খুব ভালো লাগতো আমার ছোট বেলায়। 'টারজান, ও মাই টারজান, আজামুজে খাজাতুজে পেয়ার ক্যায়সে হো, ও ও ও টারজান' - এভাবেই গাইতাম মনে পড়ে।
ইউটিউবে গানটা পাইলাম। দিলাম এইখানে। যারা ভিডিও দেখতে চান দেখবেন, আমি কিন্তু কিছু বলিনাই
http://kr.youtube.com/watch?v=UsrSSLbiuLQ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।