আমাদের কথা খুঁজে নিন

   

খাওয়া-দাওয়া

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(উৎসর্গ:প্রিয় শিশু-সাহিত্যিক সুকুমার রায়ের স্মৃতিতে) ডাল-খাই ,ভাত খাই,মাছ খাই অল্প সিনেমার খাওয়া নয় জীবনের গল্প খেতে বসে ভাবো বুঝি কতখানি খাচ্ছি কতজন অনাহারে,ভাবো কোথা যাচ্ছি খেতে হয় খাই তাই বাছি ভাল মন্দ না খেয়েও শুঁকি কত মনকাড়া গন্ধ ই-মেল পেয়েছো কি খেয়েছো তো ঝটকা ভাইরাস গিলে খায় ডিক্সের সবটা ফ্যানের হাওয়া খেয়ে দেহমনে সয়েছে কারেন্টের শক্ খেতে শখ বুঝি হয়েছে কোল্ডড্রিংস খেয়ো নাকো বসে খাও সরবত অ্যাড দেখে ম্যাড খাওয়া মানুষের সহবত বুঝে খাও,চেখে খাও,মেখে খাও অল্প গোগ্রাসে গিলে খাও সব ছড়া-গল্প এতকথা লেখা ছিল কোন যেন বইয়ে-তে চেটেপুটে খেয়েছি তা চিনিপাতা দইয়ে-তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.