আমি আসি আর ফিরে যাই
দেখে যাই পূরনো বৃক্ষের গায়ে স্মৃতির ক্ষত, রেখে যাই ভালোবাসা
যতোটা পারি এখনো অবিরত
দীর্ঘশ্বাসের তোড়ে উড়ে যায় শুকনো পাতার দল। চোখের জলের
মুক্তাদানায় শিশিরকন্যা সাজে দূর্বাঘাসের বন। প্রতিদিনই আমার পা
জড়িয়ে ধরে এই অরণ্যের গুল্ম-লতা, ওরা ফিরে যেতে দিতে চায় না
কিছুতেই। তবু আমি আসি আর ফিরে যাই
তুমি তো আসোই না, ফিরবে কী করে?
(প্রথম পাতায় না আসায় কবিতাটি রিপোস্ট করলাম।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।