আমাদের কথা খুঁজে নিন

   

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

http://joyodrath.blogspot.com/

শঙ্খ ঘোষের কবিতার বই-এর নাম। সভ্যতার মুখ বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে! হেন বিষয় নাই যা বিজ্ঞাপনের ম্যাসেজ বহন করতে ব্যবহৃত হয় না। বিজ্ঞাপন অধ্যয়ন নামে কি কোনো বিষয় আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? নানান বিষয়ের কথা শুনেছি, প্যারাসাইকোলজি বিভাগ পর্যন্ত আছে মার্কিন মুল্লুকের বিশ্ববিদ্যালয়ে, কলিন উইলসনের "অকাল্ট" পড়ে জানা যায়। কিন্তু বিজ্ঞাপন অধ্যয়ন? যেভাবে বিজ্ঞাপন আমাদের প্রাত্যহিক বিষয়গুলোকে পণ্যবিপণনের জন্য দিনের পর দিন টুইস্ট করে চলেছে, যেভাবে সে ঢুকে পড়ছে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে, যেভাবে সে তার ব্যাখ্যা হাজির করছে ধর্ম এবং ইত্যাকার সংবেদনশীল বিষয় নিয়ে, তাকি ডিসিপ্লিন হিসেবে অধ্যয়নের যোগ্য হয়ে উঠে নি এখনো? নাকি বিজ্ঞাপনের সর্বগামী চরিত্রের কারণে তার কোনো ডিসিপ্লিনারী বাউন্ডারি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। সাহিত্যে ধর্ম নিয়া মশকরা করলে ব্লাসফেমি হয়, বিজ্ঞাপনে কিন্তু হয় না। অথচ সাহিত্যের চেয়ে বিজ্ঞাপন ফার-রিচিং। বিশ্বাস না হয় দেখুন এই বিজ্ঞাপনটা: http://www.youtube.com/watch?v=VdcE0AKi_JU

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।