আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
আমার পোলাপাইন আমলের কিছু সৃতি। (এক)
আমার লিখার হাত ও সৃতি শক্তি খুবি খারাপ তার মধ্যে আছে ভুল বানানের কারখানা আর বোনাস হিসাবে থাকতেছে সাধু চলিত শুদ্ধ ভাষার জগাখিছুরী .... আগা মাথা ছারা লিখা পড়তে একটু কষ্টতো হবেই
আজকে লিখমু আমার পোলাপাইন আমলের প্রেম নিয়া
বেপারটা হইলো শুরু হইছিলো ক্লাস থ্রী তে থাকতে প্রেম ট্রেম আসলে কিছু না এই এমনি আফরোজারে দেখলে ভালো লাগতো ওর কথা শুনতে ভালো লাগতো ওর চুলের ঝুটি ভালো লাগতো ১২টা থেকে ৪ স্কুল আছিলো আমাদের টিফিন ছুটিতে ওরে আচার কিনা দিতাম আইসক্রীম দিতাম আম্মা দিতো স্কুলে যাওয়ার সময় ২টাকা নিজে একটাকা খাইলে ওরে একটাকা কাওয়াইতাম আফরোজা আমার ভালো বন্ধুও ছিলো। আমার এই প্রেম বেশিদিন টিকলো না ক্লাস ফোরে উঠার পরে নতুন ভর্তি হইলো মিতু আমার বাসার ঠিক উল্টা দিকে মিতুদের বাসা একদিন মিতুর পিছু নিলাম ওর বাসা কোনটা দেখার জন্য বাসার গেটে গিয়া ভেংচি মারলো একটা ঠিক এই রকম করে ( ) ম্যেতো মার গেয়া । পরের দিন স্কুলে আসার পরে আমি বার বার মিতুর দিকে তাকাইতেছি মাইয়াগো একসাইডে ঠোট বাকা করে হুম... করাটা সভাব মিতুও তাইকরলো কয়দিনে একটু ভাব হইলো কথা বার্তা হইতো এর কিছুদিন পরে কেডা যানি মল্লিকা ম্যাডামরে বিচার দিলো আমি মিতুর পিছে পিছে যাই ম্যাডাম মিতুরে ডাইকা জিগাইলো কথা সত্য কি না মাইয়া ও সব সত্য কথা কইয়া দিলো টিফিন ছুটির পরে মল্লিকা ম্যাডামের ক্লাস আমি আছি কঠিন ডরে ম্যাডাম ক্লাসে ঢুকেই আমারে ডাকলো জিগ্গাস করলো আমি কেন মিতুর পিছে পিছে ওর বাসার সামনে দিয়ে যাই আমি ও সরল সোজা মানুষের মত কিছক্ষন চুপ করে থাকলাম আবার ধমক দিয়া জিগাইলো... আমি কইলাম এমনি... কইলো টেবিলের নিছে মাথা ঢুকাইয়া দরাইয়া থাকতে সিরাজরে কইলো ২টা বেত নিয়া আসতে ডরে কলিজা শুকাইয়া গেছে এই দিকে আমার সিরাজ ও দেইখা চিকন ২টা বেত নিয়া আসলো.... ২ বেত এক লগে হাতে নিয়া এইনা আমার পাছায় পিডানি শুরু করলো আমিতো মাগো বাবাগো কইরা আর বাচিনা ঐ মাইর খাইয়া ২ দিন স্কুলে যাইতে পারি নাই জ্বর আছিলো আমার এরপরে মিতু নিজ থেকেই খাতির জমাইতে আসছে জমছেও ওদের গ্রুপে ছিলো টিনা ওরে ও ভালো লাগতো টিনার জন্য ১ দিন ঝারিও খাইছি তপু আমারে ঝারি দিছে টিনার দিকে যানি আমি না তাকাই টিনা তপুর তপু হইলো আমাগো ১ ক্লাস উপরের মানে ফাইভের। মনে মনে কইতাম তপু বেশি ফালাইওনা আর কয়ডাদিন পরে তোমার দিন শেষ পরে আমার দিন আসতেছে করন ফাইভের পরে তোমারে স্কুল ছাড়তে হইবো ফাইভে উঠার পরে বৃত্তি পরিক্ষার কোচিং হইতো আর ঐ খানে আমি টিনা থাকতাম মিতু বৃত্তি কোচিং না করায় টিনার লগে বেশি খাতির হইয়া গেলো যদিও আমি বৃত্তি পরিক্ষা দেই নাই
আজকে এই টুকুই থাকুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।