আমাদের কথা খুঁজে নিন

   

চলুন, ৭১ এর মুক্তিযুদ্ধের সাধ মেটাবো শাহাবাগে গিয়ে

ছোট বেলায় বাবার মুখে যখন তাঁদের অংশ নেয়া মুক্তিযুদ্ধের কথা শুনতাম তখন মনে মনে আফসোস হত আমি কেন যুদ্ধে যেতে পারলাম না, কেনইবা এদেশের স্বাধীনতায় একটুকুও অবদান রাখতে পারলাম না। কিন্তু আজ শাহাবাগে গিয়ে মনের সে আফসোস দূর হয়ে গেল। সত্যিই এ যেন আরেক মুক্তিযুদ্ধ। তরুন সমাজ যেন এ সুবর্ণ সুযোগ কোন মতেই হাতছাড়া করতে চাই না। আমার মত ওদেরও হয়ত আজ ৭১ এর যুদ্ধে অংশগ্রহনের ইচ্ছা পুরন হল।

আসলে,যারা এখনো আসেননি বা আসতে পারেননি তারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি জানি যারা স্বশরীরে শাহাবাগে আসতে পারছেন না তাঁদের সবার মনই পড়ে আছে এখানে। যায় হোক, সাড়ে তিনশো খুনের সাথে সন্দেহাতীতভাবে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার পরও ২০ বছরের জেল। সেই বছরগুলোও আবার ৯ মাসে। সুতরাং ২০*৯ = ১৮০ মাস = ১৫ বছর।

তাহলে প্রতিটা খুনের জন্য গড়ে ০.০৪ (প্রায়) বছরের জেল হচ্ছে। তার মানে, এখন যে কয়জন রাজাকারের বিচার হচ্ছে ঐ ট্রাইব্যুনালে, তাদের সবাইকে যদি আমি নিজে হাতে খুন করে আসি, তাহলে আমার মোট সাজা হবে ০.৩২ (প্রায়) বছরের জেল। অর্থাৎ প্রায় চার মাস। এ আর এমন কী! কেউ আছেন আমার সাথে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।