আমাদের কথা খুঁজে নিন

   

টুল ছাড়া নেটওয়ার্কের এক্টিভ আইপি(IP) এড্রেস বের করা

আমি ইশতিয়াক। পড়ালেখা শেষ করে এখন একটি প্রাইভেট কোম্পানীতে জব করছি।

অনেক সময় আমাদের অফিসের বা বাসার নেটওয়ার্কের বা একাধিক কমপিউটারের এক্টিভ আইপি এড্রেস বের করার প্রয়োজন পড়ে। অথবা একটি বিশাল নেটওয়ার্কে কতগুলো কমপিউটার এক্টিভ আছে তা বের করার জন্য নিচের কমান্ডটি কপি করে কমান্ড প্রোম্পটে পেস্ট করুন অথবা টাইপ করে এন্টার দিন। C:\> FOR /L %i IN (1,1,254) DO ping -n 1 192.168.0.%i | FIND /i "Reply">>c:\ipaddresses.txt ** এখানে -n 1 এর কাজ হচ্ছে প্রতিটি আইপিকে একবার করে পিং (PING) করবে। ** c:\ipaddresses.txt এটি ব্যবহার হচ্ছে কারন সি ড্রাইভে একটি ফাইলে এক্টিভ কমপিউটারের আইপি গুলো স্টোর করে রাখার জন্য। ** 192.168.0. এর পরিবর্তে আপনার নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডিটি টাইপ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।