একটা জোক্স বলি, তবে আগেই বলে দিচ্ছি অনেকেই এই জোক্স এর হিউমার টা ধরতে পারে না, অথবা আদতে এটা হয়ত জোক্সই নয়। সাধারন কোন কথা। তাই আপনার যদি এটা জোক্স মনে হয় তাহলে কমেন্ট বক্স এ শুধু সে কথাটা লিখে যাবেন। আর যাদের কাছে মনে হবে এটা আসলে জোক্স না সেটাও তারা লিখে যাবেন দয়া করে।
অনেক দিন পর এক সরদারের সাথে দেখা হল আরেক সরদারের।
প্রথম জনঃ ভাই, কেমন আছেন? ইউরোপ থেকে কবে আসলেন?
দ্বিতীয় জনঃ ভালোই আছি, তবে মন খারাপ একটু।
প্রথম জনঃ কেন ভাই কি হয়েছে?
দ্বিতীয় জনঃ আর বলবেন না, প্লেনে করে আসছি এমন সময় দেখা হল গ্যারি কাসপরভ এর সাথে। একথা সে কথার পর তিনি বললেন চলেন দাবা খেলি, আমি বললাম ভাই আমি তো ভাল দাবা খেলতে পারি না। তো কাসপরভ বললেন চিন্তা করবেন না, আমি বাঁ হাতে খেলব। তারপর আমি রাজি হলাম।
কিন্তু তবুও তার সাথে খেলে হেরে গেলাম।
প্রথম জনঃ হায় হায় করেছেন কি, আপনি জানেন না, কাসপরভ বাঁহাতি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।