এই শহর আর ঐ শহরের কাব্য - ১
আমার এই শহরের বসবাসে
ক্লান্ত বিকেলে পথ চলা
তোমার ঐ শহরের ব্যস্ত সময়
পার করে নাও অবহেলায়
আমি এই শহরে তোমায় খুঁজি
তোমায় ভাবি শত ভীড়ে
তুমি ঐ শহরে ভাব নাকি
ফেলে আসা স্মৃতিটিরে
আমার এই শহরে তোমায় পাওয়া
হবে না আর কোনোদিনও
তুমি ঐ শহরে যতই হাসো
ফিরব না আর জেনে নিও
---------------------
আমার এই শহরে তোমায় পাওয়া
আবার হবে জেনে নিও
তুমি ঐ শহরে একটু ডাকো
ফিরব কাছে টেনে নিও
এই শহর আর ঐ শহরের কাব্য ২
এই শহরে বৃষ্টি নামে
অঝর ধারায় ভেজায় আমায়
ঐ শহরে তখন তুমি
ভেজো কি সেই ক্ষিপ্ত জ্বালায়?
এই শহরের অলি গলি
খুঁজি তোমায় সকাল সাঁঝে
ঐ শহরে ব্যস্ত তুমি
পরে মনে কাজের মাঝে?
এই শহরে একটি পাখি
খুব একাকী প্রহর গুনে
ঐ শহরে ছেড়ে আসা
দোসর খোঁজে ক্লান্ত মনে
এই শহরে শেষ বিকেলে
মন খারাপের খবর নিয়ে
ঐ শহরে ঠিক টেনে নাও
সব অভিমান আগলে নিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।