আমাদের কথা খুঁজে নিন

   

২ মাস বয়সী অহনাব আর নেইঃ বিবেকের কাছে নতজানু হয়ে আছি



মাত্র দুই মাসের আয়ু নিয়ে অহনাব পৃথিবীতে এসেছিলো। অথবা চরম দায়িত্বহীনতা তার আয়ু দুই মাসের সীমা অতিক্রম করতে দেয়নি। জানিনা কোনটা সত্য, কিন্তু এটুকু বুঝতে পারি যে অহনাব আমাকে, আমাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রেখে এই মায়াময় পৃথিবী থেকে চলে গেছে। চলে গেছে চিরজীবনের জন্য। আর কোন ডাকেই সে ফিরবে না।

অহনাব আর কোনদিন মায়ের গলার স্বরে আহ্লাদিত হবেনা। চাঁদ মামা তার কপালে টিপ দিবেনা। পৃথিবীর এই অপরুপ আলো আধার, জোৎস্নার ক্ষণ, কৈশোরের দুরন্তপনার স্বাদ অহনাব পায়নি। মায়াময় পৃথিবঅ তাকে মায়ার বাধনে জড়াতে পারেনি। পৃথিবীর বয়স বাড়বে প্রতিদিন।

কিন্তু অহনাব থেমে থাকবে দুই মাসে। দুই মাস বয়সী অহনাব পুরোপুরি দগ্ধ হয়ে গিয়েছিলো। তাকে দগ্ধ করেছিলো এসিড। দুই মাস বয়সের অহনাবের ছোট ছোট হাত গুলো, তুলতুলে পা দুটো, নিষ্পাপ মুখমন্ডল, পেট আর বুক ঝলসে দিয়েছিলো এসিড। এসিডের আত্না নেই।

থাকলে হয়তো সেও অহনাবের মত কোমল শিশুকে পোড়াতে দ্বিধা করত। কিন্তু চরম দায়িত্বহীনভাবে গত ৬ নভেম্বর ২০০৮ইং খোলা ট্রাকে অসর্তকভাবে এসিড পরিবহনকারী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর রবিবার পর্যন্ত এই সংঘর্ষের বলি হলো অহনাসহ ১৬ জন। ১১ দিন অহনাব ছটফট করেছে। আহা কি মর্মান্তিক সেই কষ্ট।

যার আশ্রয় মায়ের পরম নির্ভরতার বুক, বাবার কোলের ওম সেও দীর্ঘ এগারো দিন কাতর হয়ে শুয়ে ছিলো বিছানায়। হাসপাতালের বিছানায় অহনাবের ছোট দেহটি বারবার কাতর হয়েছে যন্ত্রনায়। অবশেষে গত শনিবার সব যন্ত্রনার অবসান ঘটিয়ে আল্লাহ তাকে নিয়ে যান তাঁর কাছাকাছি। এই পৃথিবীর মায়া ছেড়ে অহনা চলে গেছে চির মায়ার দেশে। অহনাব তুমি এখন ঘুড়ে বেড়াও স্বর্গের উদ্যানে।

আমি নতজানু হয়ে আছি বিবেকের কাছে। কারণ অহনাব চলে গিয়েছে। কিন্তু অহনাবের বাবা-মা এখনও জানেনা তাদের প্রাণপ্রিয় অহনাব আর এই পৃথিবীতে নেই। তাদের দুই জনের অবস্থা আশংকামুক্ত নয়। বর্তমানে চিকিৎসাধীন সাতজনের মধ্যে ছয় জনের অবস্থাও আশংকাজনক।

চরম দায়িত্বহীনতার জন্য এই দূর্ঘটনা ঘটলেও চিকিৎসাধীনদের সহায়তায় এগিয়ে আসেনি কেউ। চিকিৎসাধীনদের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করাও দূর্বিসহ হয়ে উঠছে। জোট সরকারের এক মন্ত্রী বলেছিলেন, ‍ ' আল্লাহ্ র মাল আল্লাহ নিয়ে গেছেন'। অহনাবকে নিয়ে এমন কথা কেউ বলেননি। চিকিৎসাধীনদের বিষয়েও কেউ এগিয়ে আসেননি।

এই নীরবতার অর্থ কি জানিনা। নতজানু বিবেক বলে 'আল্লাহ্ র মাল আল্লাহ নিয়ে গেছেন' বলার মত কেউ ছিলেন। আজ শুধুই নীরবতা, কোথাও কেউ নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।