আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন। রুনা লায়লা।

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

হাতের কাঁকন ফেলেছি খুলে/কাজল নেই চোখ;তবু তোমার কাছে যাব/যা বলে বলুক লোকে ...এমন একান্ত নারী অনুভূতি কন্ঠে তেমনি প্রগাঢ় ভাবে এনেছেন এই কিন্নরী শ্রেষ্ঠা ...এই নিটোল গানটাই বলে দেয় রুনা লায়লা কেন একজন। কেন তাঁর বিকল্প তিনি নিজেই। ওই কিন্নরী শ্রেষ্ঠার গাওয়া আমার একটা প্রিয় গান- আয় রে মেঘ আয় রে ...বন্ধু ঘুমিয়ে আছে...দে ছায়া তারে...পরদেশি মেঘ রে ... আয় রে মেঘ আয় রে ...বন্ধু ঘুমিয়ে আছে...দে ছায়া তারে...পরদেশি মেঘ রে ... আয় রে মেঘ আয় রে ...বন্ধু ঘুমিয়ে আছে...দে ছায়া তারে...পরদেশি মেঘ রে ... আয় রে মেঘ আয় রে ...বন্ধু ঘুমিয়ে আছে...দে ছায়া তারে...পরদেশি মেঘ রে ... শুভ জন্মদিন রুনা লায়লা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।