ইমরোজ
কী লাভ তোমাদের বল, একটা মানুষকে মেরে?
কী দোষ করেছে তারা...যাদেরকে মারতে চাইছো।
আজ পেপারে খবরটা দেখে বুঝলাম আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও জেএমবি সসস্ত্র ট্রেনিং নিচ্ছে। তারা সংগঠিত হচ্ছে। কিসের জন্য সংগঠিত হচ্ছে? দেশের মানুষকে মারার জন্য। মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য।
কিন্তু কার কী লাভ হবে এতে? আমাকে কেউ বলতে পারেন? এই হত্যাযজ্ঞ বড়জোর কয়েকটা মায়ের চোখের পানি ফেলবে।
আর আমরা টিভিতে ব্রেকিং নিউজ দেখেই সার। আমাদের আর কোন দায়িত্ববোধ থাকবে না। অবাক লাগে যখন নামাজ পড়তে মসজিদে যাই। ইমাম সাহেব কখনই এদের বিরুদ্ধে কথা বলেন না।
এই বিষয়গুলো নিয়ে এখন কথা না বললে, আমাদের আপণ কেউ দেখা যাবে চোখের আড়ালে এসবের সাথে জড়িয়ে পড়ছে।
হয়ে উঠছে মানুষ মারার কারিগর। এখন এইসব অভিযোগ নিয়ে কার কাছেই বা যাব!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।