আমাদের কথা খুঁজে নিন

   

=কি করে বদলাবে সভ্যতা?

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

কবিতাটি অনলাইন ম্যাগাজিন "সোনার বাংলাদেশ" http://sonarbangladesh.com থেকেও পড়ুন: http://sonarbangladesh.com/article.php?ID=418 আমি এক ভূখণ্ডের গল্প শোনাবো যেথা- কালবোশেখীরা কাঁপিয়ে যায় বন্যারা এসে চুবিয়ে যায় বছরে কয়েক বার এবং আঘাতে ও আত্মঘাতে রক্তস্নাত হয় রক্তেরা ঘাম হয়ে ঘর্মস্নাত হয়; তবু- আকাশের দিগন্ত রেখায় জীবনের কোলাহল। তাপিত চৌচির যমীন ফুঁড়ে বেরিয়ে আসে শস্যকণা সবুজ পাতাদের হাওয়াই মচমচে পাখালীর কিচিরমিচির, এখানে প্রাণের জোয়ারে প্রাণীরা ভেসে চলে প্রাণজ পথে; রাঙামাটির ওপার থেকে প্রতিদিন উঠে আসে পরিচিত স্বাধীনতার সূর্য। প্রকৃতির দান সকল সুনাম-অপমান সয়ে সয়ে শতাব্দীর সিকি পাড়ি দিল চকচকে আধলির কোণায় পা রাখতে না রাখতেই পিছলে গেল ইতিহাসের কলম! প্রতিটি বালুকণা এখন শংকায় থরোথর পাতার ফাঁকে নিঃশব্দে চলে দামাল বাতাসেরা দোয়েলের সাথে রয়েল বেঙ্গল টাইগারের কণ্ঠে সুর কিংবা হুংকার নেই; এক অচেনা কঁকানোর বোধধ্বনি বাতাসের পরতে পরতে। কারা খুলে দিতে চায় এ ভূমির মাথার কাপড়? জাতির মেরুদণ্ডে হানছো আঘাত কে তুমি কসাই অথবা আস্তিনের সাপ; বিক্রিত কিংবা ভূমি-দুলাল? ভেবেছ মারমারা তীরের ধ্বসে পড়া সভ্যতা তুলে আনবে অথবা মোঘলদের কবর খুঁড়ে আকবরের দ্বীনে ইলাহী? পাহাড় ঘেরা সাগরকুলের মুক্ত বাতাসে আমৃত্যু তরুন তের কোটি শিরা উপশিরা থেকে ঈমানের সুগন্ধ ভেসে আসে, শুঁকে দেখ- এ বাতাসকে দূষিত করবে কি করে? পশ্চিমাকাশের লালরঙা সূর্যটাকে বিদায় দিয়ে সিজদায় লুটে এরা বুকের রক্ত ঢেলে রাঙিয়ে দিতে প্রস্তুত আগামীর সোনালী প্রভাত। ১১ নভেম্বর ২০০৮ মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।