আমাদের কথা খুঁজে নিন

   

[ংন]তত্ত্বাবধায়ক সরকাররে অবদানসমূহ[/ংন][ংঁ][/ংঁ]



রাজনৈতিক অনভিজ্ঞ তত্ত্বাবধায়ক পরিষদ সাংবিধানিক ভাবে সময়মত একটি নিরপে নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হয়েছে। ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট মতা হস্তান্তরে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জনগণের জীবন জীবিকার শান্তি ও স্থিতি শীলতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার রার েেত্র কোথাও চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

বৈদেশিক বিনিয়োগ সহ দেশী বিনিয়োগে ব্যর্থ হয়েছে। বিদেশে দেশী পণ্যের স¤প্রসারণের বদলে সংকুচিত করেছে। বিদেশের শ্রমিকদের বিভিন্ন কারণে ফেরত আসতে হয়েছে। বঙ্গোপসাগর সহ বিভিন্ন তেল এবং গ্যাস ত্রেগুলো বিদেশীদের কাছে নামকাওয়াস্তে ইজারা দিয়েছে। জাতীয় যাদুঘরে প্রতœতত্ত্ব সম্পদ বিদেশে প্রদর্শনীর জন্য প্রেরণ করতে দিয়ে চুরির সুযোগ করে দিয়েছে।

ভোটের রাজনীতিতে ৪ দলের সমক অন্য কেহ নেই অথচ ইসি প্রথম থেকেই অন্যের পরামর্শের তল্পিবাহক হিসেবে দলের মধ্যে সংস্কার এর নামে বিভাজন করে দিয়েছে এবং খালেদার প্রতি আস্থাশীল অংশকে অনেকদিন পর্যন্ত স্বীকৃতি দেয় নি। ১ম এবং ২য় দফা সংলাপে মূল ধারাকে না ডেকে খন্ডিত অংশকে ডাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।