আমাদের কথা খুঁজে নিন

   

পুষ্প-কন্যা : তুমি কোন কাননের ফুল ...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

১. কৌতূহল বালিকা, কোন সে পুষ্প তোমায় ভারী মানায় কহো, কোন সে কুসুম তোমারি কানন সাজায় প্রত্যুষে কোন সুবাস কুড়াও নিতি অঞ্চল ভরিয়া অপরাহ্নে কিসের মালা গাঁথো যতন করিয়া কোন রঙেতে শোভিত হইয়া লহর তোলে বিনুনি কোন সে পরশ জড়াইয়া রাখো কবরীতে নিশি-যামিনী খেলাচ্ছলে কোন ঝুলনে উচ্ছলিয়া ওঠো কাহার মত শতদল মেলি বারে বারে তুমি ফোটো কোন দলেতে অলংকার আজি গড়িতেছো রোজ-রোজ কোন বনেতে হারাইয়া গেলে পাড়া-গাঁ জুড়িয়া খোঁজ সিনান ছলে সরোবর হতে কোন ফুল-কলি তোলো কোন কুঁড়িটি বক্ষে চাপিয়া বেদনা-বিধুর ভোলো মঞ্জরী-মুকুট বাঁধিয়া শিয়রে ওহে চঞ্চলা বালিকা কোন কাননের ফুল গো তুমি, কোন মালঞ্চের মালিকা! ২.প্রত্যুত্তর পান্থশালায় রহিয়া পথিক নজরে আনিলে সবি ঔৎসুক্যে পুর্ণ আঁখি বলিতেছে তুমি কবি তাই তোমারে দেখাইব ঘুরি পুষ্প রাজ্য মোর ছুঁইয়া দেখিও ফুল-কলি-দল প্রসারিয়া বাহুডোর কাক ডাকা ভোরে শিউলী ফুলে মিটিবে যত ক্লেশ সারা দিনমান মউ মউ করে তব সুবাসের রেশ বকুল ফুলেরই গাঁথিব মালা নির্জনেতে বসিয়া বেলী ফুলের অলংকার নিতি লই আমি গড়িয়া রক্ত করবী গুঁজিয়া কেশে আরশিতে মুখ দেখি রূপসী ফুলের পরাগ রেণু সারা অঙ্গেতে মাখি হিজল-তমাল ঝুলনে রোজ সখিগণে মিলি খেলি সায়র জলে কুমুদ ঘিরিয়া রোজ হয় জলকেলি পারুল বনে মাতোয়ারা হইয়া নিরুদ্দেশে ছুটি শিরীষ ফুলের মল বাঁধিয়াই উতলা পা’দুটি রক্তাক্ত হৃদয় ছুঁইয়া যদি কেহ কভূ আসে সুখ দর্শন লইয়া আমি দাঁড়াই তাহারি পাশে জানিতে চাহো কি মোর নামখানি - চম্পা না রঞ্জনা পুষ্প কাননে আসিয়া তব ডাকিও -পুষ্প কন্যা । ============= পাদটিকা : মাঝে মাঝে রাজামশাই এর ব্লগে ফুল সম্পর্কিত পোস্টগুলো পড়তে গিয়ে মনে হতো ফুল নিয়ে একটা কিছু লিখলে কেমন হয়! ...আজকে সেটাই করার চেষ্টা করলাম । এখানে ব্যবহৃত অনেক ফুলের নামই বস্তুত রাজামশাই -এর ব্লগ থেকেই জেনেছি । অবশ্য সেগুলো মনে করতে যেয়ে আজকে উনার ব্লগ দেখে নিতে হয়েছিল কয়েকবারই ...একটা ফুলেল ধন্যবাদ অবশ্যই উনার প্রাপ‌্য । গানের লিংক - ১. তুমি কোন কাননের ফুল ২. বেল ফুল এনে দাও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।