আমার শোকে ছড়িয়ে দিও অশোক ফুলের লাল,
ভোট
একটা ছাগল খাচ্ছিল ঘাস বনের কিনার ঘেষে,
সাডেনলী এক শাহেনশাহ বাঘ দাড়ায় কাছে এসে।
মহান বেশে কাছে এসে নেড়ে ঘাড়ের চাদর,
বলল ব্যাটা মিহিন সুরে গলায় মেখে আদর।
"কী রে ছাগী কেমন আছিস? ছানার বয়স কত ?
হাম-পোলিওর ওষুধ টিকা দিছিস তো ঠিক মত ?
খাচ্ছিলে ঘাস? পেট ভরে খা- আমি এখন যাই,
আমি থাকতে বনে তোদের ভয়ের কারণ নাই।"
ছানার গায়ে হাত বুলিয়ে বাঘটা গেল চলে।
ছাগল ছানা অবাক হয়ে দু'চোখ মেলে বলে-
"ব্যাপার কী মা ? হঠাত উনি সুইট কথা বলেন ?
সত্যি সত্যি উনি তবে সুশীল হয়ে গেলেন ?"
বুড়ো ছাগল বলল হেসে দাড়ি আন্দোলনে,
"মনে হচ্ছে নতুন করে ভোট এসেছে বনে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।