আমাদের কথা খুঁজে নিন

   

অচীন পাখি ডাক দিয়ে যায়.............

কবিতা এখন অস্ত্রের অধিকার

আলো আধারীর নিয়ন আলোয় ঢাকা রাজপথ । তীব্র গতি আর শব্দে ছুটে যাচ্ছে ব্যস্ত দানবেরা। ক্লান্তিহীন হয়ত লক্ষ্যও। এরই মাঝে কেমন জানি একঅচেনা সুর। মনের কোন গহীনে ডাক দেয় অচীন পাখি, ছুটে চলা কালো পিচরাস্তায়।

অন্ধ ভিকারী,ফুলকন্যা ময়না,ন্যন্টা শিশুটা নাকি................... বিশ্বরে অন্য প্রান্তে তখন পরবির্তনের উৎসব। পরবির্তনের উৎসব কর,কর্মসৎস্থান,প্রবৃদ্ধি,সত্রসবাদ। শুধু হজর হজার মার্কিন সৈনিক হতাশায় মাথা কোটে আর নিকোটিন ছরায়.............................. আমাদের সমস্ত নেটওয়ার্কে খবর দাও,বিশ্ব জুরে মন্দা। বন্ধু যুদ্ধো চায়,তোমরা জেহাদ কর। আমি বলছি ওয়াশ থুকু বেহেস্ত খুব.......................... ২০০৮ নির্বাচনে যারা যুদ্ধোপরাধীদের ভোট দেবে তারা কাফের স্যরি আই মিন দুখিত তারা রাজাকার।

আমরা ৭১রে যুদ্ধো করেছি ০৮ আমাদের নতুন যুদ্ধো স্যার, আপনারা কয়টি আসনে নির্বাচন করছেন। না আমরা সরাসরি নির্বাচন করছি না মুক্তি যুদ্ধরে সপক্ষের....... এত বিশ্বাস দেখি সে তোকে বাচাতে পারে কিনা। সিগারেট তোকে পোড়ায় কিনা। আহ মাগিটার মুখ চেপে ধর চিৎকার ভালো লাগে না। ভাঙ্গা ঘরের ফোকোর দিয়ে যে শিশু দেখছে এই নির্যাতন সে কি ভালোবাসবে মানবতা নাকি হবে.................... এক অত্যাধুনিক বলরুমে স্যুট,বুট,হতে শুরু করে দাড়ি সাড়ী সবাই।

আলোতে যারা একে অন্যের আজরাইল। এখানে মদ আর নিজেদের মাঝে মশগুল। শুধু ভাগ,ভোগ,ব্যক্তি স্বার্থ। হতাৎ একটা সুর, সেই অচীন সুর। বলরুম জুরে অস্থিরতা।

ঘোররে মাঝে সাদা দাড়ি জির্ন পোষাক হাতে একতারা ছায়া মূর্তি। ভীত সভাসদ চিৎকার করে উঠল কি চাই তেল ভালোবাসা ক্ষমতা ভালোবাসা দেশ ভালোবাসা ............ ভালোবাসা ............ ভালোবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।