কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
এতদিন এতো টানাপোড়েন,দেশ নিয়ে তৈরী হলো বিভাজন। অবশেষে
কুম্ভকর্নের ঘুম ভাঙ্গলো। জাতী কি চায় নির্বাচন। নাকি অনিশ্চয়তার
নির্বাচন অদুর ভবিষ্যতে যাতে না আসে তার নিশ্চয়তা।
দুই নেত্রী বসলেন, যদি অমিমাংসিত সমস্যাগুলোর সমাধান না হয়।
তখন সৃষ্ট জটিলতা কি করে নিরসন করা হবে। তারা আদৌ ঐক্যমতে
পৌছতে পারবেন তো। যেভাবে একটি জাতীকে বিভক্ত করে রেখেছেন
দুই নেত্রী, তার দায় কি তারা নিতে প্রস্তুত। সাধারন মানুষ কি চায়। মোটা
চাল, মোটা কাপড় আর সামাজিক নিরাপত্তা।
নির্বাচনই শেষ কথা নয়।
আগে প্রয়োজন ঐক্যমত। যে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালীত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।