আমাদের কথা খুঁজে নিন

   

~ | | আজ আনলাকি (থারটিন) ১৩ এর পূর্নিমা ~ | |

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
( একটু আগে কনকনে ঠান্ডায় বাইরে গিয়েছিলাম শুধু সেল ফোনে এ ছবিটা তোলার জন্য ) কিছুকাল আগের কথা ......... প্রবাস জীবনের যান্ত্রিকতার চাপে আমি যখন একজন রোবট টাইপ মানুষ ছাড়া আর কিছুই ছিলাম না , তখনই হঠাৎ একদিন এক ঝিরঝির মিষ্টি হাওয়া আমার কানে কানে ফিসফিস করে বলেছিল .... আজ পুর্নিমা .... এসো তোমাকে নিয়ে যাই দিগন্ত পারের ঐ বালুকা বেলায় ....... খালি পায়ে দুজনে হেটে বেড়াবো নদীর পাড়ে, হাতে হাত ধরে .... নিঃশব্দে চুপচাপ .... কথা হবে শুধু আমাদের চোখে চোখে, নিঃশ্বাসে আর হৃৎপিন্ডের ধুকপুকানিতে ..... মূহুর্তেই কেপে উঠেছিল শরীরের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কোষবিন্দু ..... আত্মা যেন পেয়েছিল নতুন জীবনীশক্তি ...... সে বলেছিল.... আমরা দুজনে প্রতিটি পূর্নিমা দেখবো..... ঠিক এইভাবে ... মনে থাকবে তো ? .... কারন সে জানতো ....শত ব্যাস্ততার মাঝে এ জিনিসটার কথা আমার কখনোই মনে থাকে না .... আজ ১৩ নভেম্বর ...... কাল রাতেই দেখেছিলাম তারিখটা .... দেখতেই কেন জানি হঠাৎ মনটা মুচড়ে উঠেছিল অজানা আশংকায় ..... আনলাকি থার্টিন বিষয়টাকে আমি সেইভাবে মানি না কিন্তু কালকে কেন জানি মনে হচ্ছিল.... এ দিনটা ঠিকভাবে কেটে গেলেই বাঁচি ..... তার পরে হঠাৎ চোখ পড়লো ক্যালেন্ডারের অন্য অংশে .... সেখানে দেখলাম আজকে পুর্নিমা .... মনে হয়েছিল কাল ঐ মিষ্টি সুরের ঝিরঝির বাতাসকে একটা মজার সারপ্রাইজ দিব .... ও যখন জানতে পারবে আজকে পুর্নিমা, আর আমার সেটা মনে আছে.... কেমন চমকে উঠবে চিন্তা করতেই মনটা আনন্দে ভরে উঠেছিল .... কে জানতো আসল চমক তো আমার জন্যই অপেক্ষা করছিল .... সারা দিন অপেক্ষার পরে যখন তাকে পেলাম.... জানলাম .... আজ সে আরেক জনের মনের খাঁচার বন্দি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।