এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আমার মতো বেওয়ারিস একটা পথের কাঙ্গালের সাথে
ঘর বেধে শুধু শুধু নষ্ট হতো তোমার জীবন
বরং এইতো ভাল
এখন তুমি --- সুখে আছো তো মিথিলা ?
.....হ্যা সুখে আছি
ভয়াবহ ভাবে সুখে আছি
অনন্ত, ভুল সুখ, ভুল আভিজাত্য, আর ভুল পুর্নতা
আমায় তাড়া করতে করতে
যেদিন দেয়ালে নিয়ে ঠেকালো
যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার
সেদিন ই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে
অনন্ত , আর কিছু জানতে চেয়ো না
কি নিষ্ঠুর এ খেলা
তাই না অনন্ত ?
কাল রাতে , কেন যেন বার বার মনে হয়েছে তুমিই অনন্ত, কিন্তু...
আচ্ছা, তমি কেন নিজেকে লুকোলে ?
ভয়ে....
কিসের ? ....
একাকিত্বের শান্তিতে বিঘ্ন ঘটার ।
তুমিই বা কেন পরিচয় গোপন করলে ?
ঐ একই কারনে ......
আচ্ছা, শুনেছিলাম তুমি বাইরে সেট্ল করেছ
এলে কবে ?
এই ...... অল্প কিছুদিন ....
এই - একটা কবিতা বলো না ---
যো হুকুম ....
ও সোনা বৌ
আবার একবার আয়না দেখি কেমন পারিস
দুঃখের শিকল ছিড়ে ফেলে
সিংহাসনের মোহ ভুলে
পলকে তোর চোখ সাগরে ঝাপিয়ে পড়ি
কেমন দেখিস ..... ও সোনা বৌ
আবার একবার আয়না দেখি কেমন পারিস
এই যে এখন এই আঙ্গিনায়
হাসনা হেনায় লেগে গেলো চাঁদের আগুন
চোখের জলের বইছে নদী, ভুলের বোঝা বাড়ে দ্বিগুন
উথাল পাথাল জোছনা রাতে তোর অভাবে
এই আভাবীর নেই চোখে ঘুম
এমনি সময় জোছনা বরং ঘোমটা তুলে
রুনুঝুনু নূপুর পায়ে হৃদয় পাতা পথ মাড়িয়ে
ও সোনা বৌ, সেই যুবকের পাসটি ছেড়ে আয়না শ্যামা
কেন এমন যত্ন করে কষ্টে রাখিস ?
.................. ও সোনা বৌ
( এটি আমার ভালোলাগা একটি কবিতার কিছু অংশ ........ কবিতাটি মুর্ছনা থেকে শুনেছিলাম .... )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।