আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বৃতি-২ (সংগৃহীত)

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

১. সম্পত্তির উপরে চোরের শ্রদ্ধা অপরিসীম। চোর চার সম্পত্তি তার হোক, যাতে সে আরও বেশি শ্রদ্ধা করতে পারে। --- গিলবার্ট কিথ চেস্টারসন (১৮৭৪-১৯৩৬) বৃটিশ লেখক ২. দেশপ্রেম হলো, যেহেতু আপনি এখানে জন্মেছেন সেহেতু আর সব দেশের চেয়ে আপনার দেশটা ভাল। --- জর্জ বার্নাড শ (১৮৫৬-১৯৫০) এংলো-আইরিশ নাট্যকার ৩. আমি এথেনিয়ান বা গৃক নই, আমি পৃথিবীর নাগরিক।

--- ডায়োজোনেস দি সিনিক (৪১২-৩২৩ খৃ. পূ.) গৃক দার্শনিক ৪. একজন ভাল দেশপ্রেমিক হতে হলে আপনাকে মানবজাতির শত্রু হতে হবে। --- ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮) ফরাশী লেখক ৫. পরিতাপ শুধু একটাই, দেশের জন্য দেবার মত জীবন আমার একটাই। --- নাথান হ্যাল (১৭৫৫-১৭৭৬) আমেরিকার প্রথম গুপ্তচর, তাকে ফাশি দেয়া হয়েছিল ৬. দেশপ্রেম এক ধর্ম, এক ডিম, যা থেকে যুদ্ধ ফুটে বের হয়। --- গী দ্য মোপাসা (১৮৫০-১৮৯৩) ফরাশী লেখক ৭. আমার জন্য এটি খুব অবমানাকর যে আত্মা নিয়ন্ত্রিত হবে ভূগোল দিয়ে। --- জর্জ সান্তায়ানা (১৮৬৩-১৯৫২) আমেরিকায় বেড়ে উঠা স্প্যানিশ লেখক ৮. সন্তানদের প্রতি সবচে' গুরুত্বপূর্ণ যে কাজটি একজন বাবা করতে পারেন তা হল তাদের মা'কে ভালাবাসা।

--- হেনরী ওয়ার্ড বীচার (১৮১৩-১৮৮৭) আমেরিকান ক্লার্গিম্যান ও অ্যাবলিশনিস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।