জয় বাংলা ১. ১৯৭১ সালে জামাত ছিল না। গঠন হইসে জিয়ার আমলে।
বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন... আবারো বলো, জামাতির বাচ্চা সঠিক কাজ করেছেন।
২. শিবির বা কোন ছাত্র সঙ্গঠন একাত্তর সালে ছিল না।
বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন... আবারো বলো, জামাতির বাচ্চা সঠিক কাজ করেছেন।
৩. একাত্তরে মুক্তিযোদ্ধা নামে বহুত ডাকাত আর রেপিস্ট ছিল। তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত। লুট করত আর ক্যাম্প করে মেয়ে মানুষ নাচাত।
বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন... আবারো বলো, জামাতির বাচ্চা সঠিক কাজ করেছেন।
৪. শিবির জামাতের পক্ষের সঙ্গঠন নয়।
লুঙ্গি উঠায়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
৫. ছাত্রীসংস্থার সাথে জামাতের কোন সম্পর্ক নেই-
কাছা মারিয়া বল, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
৬. এজিদ একজন ন্যায়বিচারক শাসক। তিনি এই দেশে আসলে আমরা সবাই তার হাতে বায়াত হয়ে রাষ্ট্রক্ষমতা তুলে দিতাম।
আবারো বলো, জামাতির বাচ্চা সঠিক কাজ করেছেন...
৭. শহীদ বুদ্ধিজীবীর যে ছবি দেয়া হয়। চোখ বাধা ইটপাটকেলের ভিতর পড়ে থাকা অর্ধনগ্ন লাশ, সেগুলো আসলে একাত্তর সালে গণহত্যার শিকার জামাতে ইসলামীর সদস্য।
াছা থাবড়াইয়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
৮. শিবির, 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'
সুর ধরো, জামাতির বাচ্চা সঠিক কাজ করেছেন...
৯. স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করব।
-মুজাহিদ।
বুক চাপড়াইয়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
১০. মুজিব ক্ষমা করেছে। সবাইকে সাধারণ ক্ষমা করেছে।
কোমরও দোলাইয়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
১১. বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।
গলা ফাটাইয়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
১২. আমি ক্ষমতায় আসলে কুরআনের আইনে তাদের শাসন করব।
তাদের হাত সাক্ষ্য দিবে। পা সাক্ষ্য দিবে। -কা. মো.
মুগ্ধ হইয়া বলো, জামাতির বাচ্চা সত্য কথা বলেছেন...
১৩. এই যুদ্ধে পরাজয় হলে পূর্ব পাকিস্তানের একজন জামায়াত সমর্থকেরও আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
হায়রে গোলাম আজম খাপো, এই কথাটাও যদি সত্যি কইতে পারতি!
সুপ্রিয়
পুরোনো জামাতি,
নতুন জামাতি,
পুরনো ছাত্রসংঘ,
নতুন ছাত্রশিবির,
শোন,
শোনরে হারামজাদারা (তোদের ওয়াতান, মানে পিতৃভূমি পাকিস্তান- সেইসূত্রে জারজ), তুই রাজাকার!
তুই রাজাকার, তোর আদর্শের বাপ রাজাকার।
একবার যে রাজাকার, চিরদিনই সে ও তার অনুসারীরাও রাজাকার।
বাংলাদেশের মানুষের কাছে এটাই তোদের বিচার।
তোরা আত্মহত্যাও করতে পারবি না।
মুখ উচু কইরা কোনদিন কইতেও পারবি না, হ, আমি জামাতি।
থুহ, তোদের বিচার হইব না, কিন্তু জীবনভর শুনবি, তুই রাজাকার!
উৎসর্গ:
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ (সব পোস্টে মিসলিডিঙ লিঙ্ক দিয়ে দৃষ্টি সরায়। জামাতি গোয়েবলস।
)
ভাবছি বসে একা,
আমি ভোরের আলো,
তন্দ্রামোহ,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
মিষ্টি কথন
বিডি ফুল,
বাংলার হুজুর,
কিতা ও বা,
শাকিলা জান্নাত,
কান্না হাসি,
আবিরু সাবীল,
আল মতিন,
সাইফ ভুইয়া,
ইবনে 'উমার,
রাইটসম্যান,
সরোজ রিক্ত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।