আমাদের কথা খুঁজে নিন

   

✪✪ চলচিত্রের জন্য অনন্ত'র সংগ্রামের জয় হোক। ✪✪

ছায়ার আড়ালে হারিয়ে জীবনের অর্থ খুজে ফিরি। ◕ অনন্তের চলচ্চিত্রে যুক্ত হলো নতুন চমক। তার নির্মিতব্য "মোস্ট ওয়েলকাম ২" তে অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন হলিউডের প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর "ক্লাইভ কার্টিস"। সম্প্রতি এ বিষয়ে কার্টিস চুক্তিবদ্ধ হয়েছেন। ◕ হলিউডের বিখ্যাত প্রযোজনা পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট, টুয়েন্টি সেঞ্চুরি ফক্স এবং জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য পরিচালনা করেন ক্লাইভ কার্টিস। ◕ ইংল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান আইসিএম গ্রুপের সহায়তায় অনন্তের মনসুন ফিল্মের সঙ্গে যুক্ত হলেন হলিউডের সেরা এই অ্যাকশন ডিরেক্টর। ◕ কার্টিসের নির্দেশনায় মে মাসে ইংল্যান্ডে ধারণ করা হবে "মোস্ট ওয়েলকাম ২" চলচ্চিত্রের বিগ চেইজিং দৃশ্যগুলো। ◕ অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হবেঃ ✪ একটি সেভেন সিরিজের মার্সিডিজ, ✪ দুটি ল্যান্ড রোভার কার, ✪ দুটি ব্যাটম্যান টম্ব রাইডার হেলিকপ্টারসহ, ✪ অত্যাধুনিক এবং হলিউডের অ্যাকশন চলচ্চিত্রে ব্যবহার করা হয় এমন সব বাহন। ◕◕◕ দেশের চলচিত্রের সুদিন ফেরাবার জন্যে অনন্তের এই চেষ্টাকে আমরা কি ব্যর্থ করে দেব? তাই আসুন, অনন্তকে হেয় না করে তাকে সমর্থন দেই, দেখবেন দেশের চলচিত্রের সুদিন একদিন আসবেই। ◕◕◕

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।