আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মেঘ আমি শ্রাবণ

e_echo@live.com

স্বমিল কবিতা পিংকি মনি স্বপ্নরানী, তোমায় বলি শোন। আমি তোমার রূপে মুগ্ধ, ভালবাসি তাই জেনো । তোমায় নিয়ে রঙ বেরঙের স্বপ্ন দেখি, লিখি শত গল্প কবিতা গান। ভালবাসার আলো আশায় তাই, পংক্তি গুলো পায় প্রাণ। তুমি পাশে আছ বলে, আমার কোন দুঃখ নাই। সুখ গুলো যে ডানা মেলে, পাখি হয়ে উড়ছে তাই। তুমি হাসলে পাখিরা গান গায়, মেঘ ঝরায় বৃষ্টি। আমি তুমি দুজনাতে হয় তাই, শ্রাবণ ধারার সৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।