আমাদের কথা খুঁজে নিন

   

সৎ লোকের জন্য কবিতা -২

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
শুয়োর গেছে জেলে ও ভাই শুয়োর গেছে জেলে, এতটা দিন চলতো যারা পাকিস্তানের তেলে। ধর্ম বেচে ভাবতো যারা দেশটা ওদের কেনা, মানুষ রুপি শুয়োর গুলো এখন সবার চেনা। মগবাজারের সৎ লোকেরা করছে নাকি চুরি, ফাঁস হয়েছে শুয়োর গুলোর মিথ্যে জারিজুরি। নিজা মুজা পচুক জেলে ছাগু পচুক ব্লগে, আসুন সবাই শুয়োর পিটাই একত্রে একলগে। ছবি কৃতজ্ঞতা : রাতমজুর সৎ লোকের জন্য কবিতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।