এমন করে কাদতে হবে কখোন ভাবিনি। চিরকালের চাপাস্বভাবের আমি সবার সামনে কেদেছি । উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছি । কোচিং শেষ হলো দুইটায় । ফার্মগেট কণকর্ড টাওয়ারের নিচে দাড়িয়ে তিনজন মিলে প্লান করলাম এক সাথে খাবো ।
খাওয়া শেষে আমি ফার্মগেট ওভারব্রীজ দিয়ে উঠছি। পাশ দিয়ে একটা লোক নামছে। হঠাৎ লোকটা আমার হাত খমছে ধরলো। উদ্দেশ্য ছিল অন্য কিছু। আমি চিৎকার করার আগেই দ্রুত নেমে গেল।
আমি নির্বাক হয়ে দাড়িয়ে রইলাম। শুধু প্রচন্ড ঘৃণায় বললাম "কুত্তার বাচ্চা"। সে আবার পিছনে ফিরে চোখ টিপলো। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে অঝোরে পানে ঝরছে। আমিতো কখোন উচ্ছৃঙ্খল ছিলাম না, আমার জীবনে কেন এমন হলো।
জানোয়ারটার কথা মনে পড়লেই ঘৃণা আর রাগে চোখ জলতে থাকে। এখনো আমার ওভারব্রীজের কথা মনে হলে ভয় হয়। মেয়েদের কী কেবল নীরবে সব সয্য করে যেতে হবে? সমাজ থেকে এই মানুষরুপী জানোয়ারদের নিমূলকরার কী কোন উপায় নেই ?................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।