আমাদের কথা খুঁজে নিন

   

সৎ লোকের জন্য কবিতা

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

শুয়োর গুলো জেলের ভেতর, ছাগল গুলো চুপ; মগবাজারের আকাশ থেকে সূর্য দিল ডুব। মুজা শুয়োর নিজা শুয়োর সবাই নাকি সৎ দুই শুয়োরই এখন জেলে দিচ্ছে নাকে খৎ গো.আ শুয়োর সেটাও নাকি মস্ত বড় নেতা!! শুনলে মাথায় খুন চেপে যায় আবাল আদিখ্যেতা। আরো অনেক শুয়োর আজও মুক্ত হাওয়ায় ঘোরে, সব শুয়োরই লেজ গুটাবে লাথ্বি খেয়ে জোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।