আমাদের কথা খুঁজে নিন

   

রসের হাড়ি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

১.দাদা ও নাতির মধ্যে কথোপকথন- নাতি : দাদা তোমার বয়স কত? দাদা : কুড়ি বছেরর উপরে। নাতি : কি! তুমি এতবড় একটা দাড়িপাকা মানুষ, তোমার বয়স মাত্র কুড়ি বছর। দাদা : আরে ভাই, এই রকম করে বলিস নে। আসলে আমি কুড়ির উপরে গুনতে জানি না।

কৌতুকটি পাঠিয়েছেন আধুনগর, আকবর পাড়া, লোহাগাড়া, চট্রগ্রাম থেকে শাহেদ ফেরদৌস হিরু । ২.৮ম শ্রেণীর দুই ছাত্র মাঠে বসে কথা বলছিল। ১ম ছাত্র : গতকাল তোমরা ঘোড়া সম্পর্কে অনেক কিছু জেনেছো। আজ তোমরা গাধা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে। ২য় ছাত্র: আমার প্রশ্ন হলো-তুমি কি বাস্তবে গাধা ...? ১ম ছাত্র : (রাগান্বিত হয়ে) কি বললি? ২য় ছাত্র : কথা তো শেষ হয়নি, বলছিলাম-তুমি কি বাস্তবে গাধা দেখেছ? কৌতুকটি পাঠিয়েছেন আধুনগর, আকবর পাড়া, লোহাগাড়া, চট্রগ্রাম থেকে শাহেদ ফেরদৌস হিরু ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।