আমাদের কথা খুঁজে নিন

   

আজ ছিলো সুমনের ৩৩ তম জন্মদিন



আজ সুমনের তেত্রিশতম জন্মদিন ছিলো। সুমন কি জীবনের পরীক্ষায় পাশ করেছিলো?৩২ তম বৎসরে যে কবি আমাদের ছেড়ে চলে গিয়েছেন,সে কি পৃথিবীর হিসেবে পাশ করে কোনোদিনও?এই আপাত অবান্তর প্রশ্নের কোনো অর্থময় উত্তর আমাদের জানা নেই। সুমনের এই জন্মদিনে ওকে দেয়ার মতো আমাদের কি-ই বা আছে। ওর একটা কবিতার শিরোনাম ছিলো "কেউ নই শুন্য মাতাল"। তাই আমারা,শুন্যতার মদে বিমোহিত মাতাল বন্ধুরা সুমনকে উৎসর্গ করে একটি কবিতাপত্র প্রকাশ করলাম আজ।

পত্রিকার নাম রাখা হয়েছে "শুন্যমাতাল" প্রকাশ করেছে সুমন প্রবাহন স্মরন প্রয়াস। এ সংখ্যায় লিখেছেন: সুমন প্রবাহনের দু'টি অপ্রকাশিত লেখা। সাইদ র'মান লুবনা চর্যা মুয়ীয মাহফুজ তুহিন দাস নৃপ অনুপ প্রবর রিপন বিবৃতি তানভীর সাইদ জুবেরী অভিজিৎ দাস ওয়াসিমুল বারী এছাড়া সুমনের একটি অপ্রেরিত চিঠিও মুদ্রিত হয়েছে। মূল্যঃ১০ টাকা। প্রচ্ছদ ও নামাংকণঃসাইদ র'মান।

এ সংখ্যার সম্পাদকঃঅভিজিৎ দাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।