আমাদের কথা খুঁজে নিন

   

নাই টাকা পকেটে রে!

facebook.com/almamun.sohag
ঝাড়িয়া পুছিয়া দিতে হবে সব বাড়িওয়ালার হাতে রে কিসে চলিবে মোর মাসের বাকিটা দিতে হবে দড়ি দাঁতে রে প্রাণের বান্ধব রে নাই টাকা পকেটে রে।। ফ্যানটা ঘুরিবে, বিলটা বাড়িবে বিদ্যুতের অফিসে রে গ্যাস আর পানি, একটুখানি জীবন গেল পিষে রে প্রাণের বান্ধব রে নাই টাকা পকেটে রে।। ময়লারও বিল, পত্রিকারও বিল নানান প্রকার চাঁদা রে করিলে অভিযোগ, পোহাতে হবে ভোগ জীবন কাটে আঁধারে প্রাণের বান্ধব রে নাই টাকা পকেটে রে।। থাকিয়া ঢাকাতে, জীবন হাঁকাতে সবই গেল ঝুলে রে ঢাকার কুতুবে কষ্টে আছে না জানে কোন সে ভুলে রে প্রাণের বান্ধব রে নাই টাকা পকেটে রে।।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।