আমাদের কথা খুঁজে নিন

   

আমি না হয় বুদ্ধিপ্রতিবন্ধী, আপনারা তো নন



একটা বাচ্চা শিশুকে সাহায্যের নামে যে নাটক হচ্ছিলো তা দেখতে খারাপ লেগেছিলো বলেই লিখেছিলাম। ভাইরে আমি তো আপনাদের মত ভাল লেখক না। ভুলটা ধরিয়ে দিতে লিখেছিলাম Click This Link কেউ আমারে বুদ্ধিপ্রতিবন্ধী বললেন কেউ মারতেচাইলেন। কেউ এসে বললেন আমি ম্যানিপুলাশনের চেস্টা করছি। ভাই কিভাবে মেনিপুলেশন করলাম? আরিফ জেবতিক পোস্টে বলছেন সাহায্য প্রস্তাব বাতিল করা হলো।

অন্যদিকে উনি মন্তব্য লিখলেন- ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮ লেখক বলেছেন: এখানে কিছু ব্লগার আছেন যারা ইংল্যান্ডের বাংলা মিডিয়াগুলোতে প্রভাবশালী অবস্থানে আছেন । অলৌকিক হাসানের কথা মনে পড়ছে । মির্জা বলেও একজন আছে ,সচলায়তনে লিখে । আমি তাদের সাথে যোগাযোগ করে দেখছি । আমাকে এসে বললেন সাহায্যের দরকার শেষ তাই সাহায্য বন্ধ।

অন্যদিকে আরো সাহায্যের জন্য বাইরে ঠিকই যোগাযোগ করছেন। আমি নাহয় বুদ্ধিপ্রতিবন্ধী, আপনরা তো নন। আমাকে বুঝাতে পারবেন কেন বাইরে আরো সাহায্যের জন্য হাত বাড়ানো? মানবী ব্লগারদের অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে সামহোয়্যারইন উল্লেখ করায় কি ব্লগারদের সাহায্যকে অস্বীকার করা হলো? বাংলাদেশের ব্লগাররা তো সব সামহোয়্যারইনেরই। সামহোয়্যারইন থেকেই তো আমারব্লগ ডট কম হল।

আমারব্লগের ব্লগাররা তো সব সামহোয়্যারইনেই ব্লগায়। জনির জন্য সামহোয়্যারইনের পোস্ট দিলো। তাহলে মানবী সামহোয়্যারইনের ব্লগারদের ধন্যবাদ দিয়ে কি ভুলটা করলেন? নিচের মন্তব্যগুলো কেন করা হলো? -=- আশীফ এন্তাজ রবি বলেছেন: সেটাই আমি খুবই আশ্চর্য হলাম !!!!!!!!!!!!!! ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪ লেখক (আরিফ জেবতিক) বলেছেন: আশ্চর্য হচ্ছেন দেখে আশ্চর্য হচ্ছি । -=- আরণ্যক যাযাবর বলেছেন: সেটাই। ভয়াবহ অবাক হয়েছি।

এই উদ্যোগটার কথা সামান্যটুকুও উল্লেখ হলো না। চেষ্টা দুটো সমন্বয় করা যেতো। সেই সামান্য ভদ্রতাটুকুও দেখাবার মতোন উদারতাও আমাদের থাকে না। ধিক আমাদের মানবতাকে। -=- আহসান হাবিব শিমুল বলেছেন: হতাশ হইলাম তবে শুধু সাহোইন -এর উপরে না, আপনার উপরেও।

মানবীর এইরকম তোষামোদী পোষ্টের প্রয়োজন ছিলোনা। তবে হয়তোবা তিনি আমার ব্লগের ব্যাপারটা জানতেন না;ইনফ্যাক্ট নিজেও জানতাম না। হয়তোবা উনি ভুল করে উল্লেখ করেনি। =-= নুরুল কবির বলেছেন: আমি ১টা প্রস্তাব করছি। মানবীকে স্টিকি স্থানটি পারমানেন্টভাবে দেয়া হোক।

কেবল স্টিকির লোভে একজন মানুষ এমন দালালী লেখা লিখতে পারে?জনিকে নিয়ে বাংলা ব্লগে আলাপ তো কম হছছিল না। মানবী কি করে আমার ব্লগের উদ্যোগ না দেখে থাক্লেন?নাকি ফরমায়েশি লেখা লিখতে গিয়ে চোখে ঠুলি পড়ে গেছে?ক্রেডিট ছিন্তাইয়ের এমন নোঙড়ামির চর্চা ব্লগে চলতে থাকলে আগামিতে আর কেউ সম্মিলিত উদ্যোগ নিবে না। একইভাবে বলি-ব্লগার মানবীর মূল্যবোধের েমন অধঃপতন, নৈতিকতার স্খলন, সীমাহীন দুর্নীতির কাছে প্রতিনিয়ত মানবতার পরাজয় আমাদের হতাশ ও ব্যাথিত করে। -=- আলিফ দেওয়ান বলেছেন: বাথিজারে তুমি দুশ্ঠলুকের কতাই দুক্ক পাইও না। পাপিশ্ঠ মডারেঠর আর তার বহিড়াগথ কমছালটেন্ঠের অথ্যাছাড়ের বিরুদ্দে আইস রুকি দাড়াই।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬ লেখক বলেছেন: ছেপ থাকতে হবে কাগু , ছেপ । Click This Link -=- ভাইরে, মন্তব্যগুলো পড়লে যেকোন বিবেকবান মানুষই বুঝবো এখানে কেমন নাম কিনার বানিজ্যটা হয়। ক্রেডিট দেয়া নেয়া নিয়ে যারা এমন কাজ করতে পারে তাদের প্রতি আমার শ্রদ্ধা তুলে নিলাম। আমি সাধারন মানুষ। আমার শ্রদ্ধায় হয়তো কিছু যায় আসে না।

তবুও নাম কিনার জন্য এইসব কান্ড দেখতে চাই না। সবাই ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।