আমাদের কথা খুঁজে নিন

   

ফানি ফটোব্লগঃ একটি রোমান্টিক সন্ধ্যায় চাঁদের আলোয় ডিনার

::::: দেখবো এবার জগতটাকে :::::

মাসখানেক আগে, সাগরের পারে হাটছিলাম। হঠাত এক মহিলা কুকুরের আচরন কেমন খাপছাড়া লাগছিলো। সন্ধ্যা হয়ে আসছে, বেলা ভুমীতে গোধুলীর শেষ আলোতে কবি কবি চেহাড়া নিয়ে একবার সাগরে ডুবন্ত সুর্যের দিকে তাকায় আরেকবার অলরেডি উঠে যাওয়া পুর্নিমার চাঁদের দিকে তাকায়। কিছুক্ষনের মধ্যে তার বয় ফ্রেন্ড (বিশালদেহী আরেকটা হলুদ রঙএর পুরুষ কুকুর) এসে পড়ায় তার চিত্ত চাঞ্চল্যের অবসান হলো। (ওরে নীল দরিয়া , তুই দেরে দে ছাড়িয়া) (একা একা কেন ভালো লাগেনা।

) (আমি শুনেছি সেদিন তুমি, সাগরের নোনা জলে...... বল নেবে তো আমায়) (নিশা লাগিলোরে, বাঁকা দু নয়নে নিশা লাগিলোরে......। সাগর জলে পুর্নিমার চাঁদ উঠেছে, দেখা হলো দুজনার, হাউ রোমান্টিক ) ( যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা...। ) (ডিনার শেষ, এখন বাড়ি যাই। ) (বেলাভুমীতে এত লোক, কেউ অসাধারন প্রেম কাহিনী দেখলো না, হায়রে মন থাকিলেই কি মানুষ হয়? ) (নারকেলের ঐ লম্বা মাথায়, হঠাত দেখি কাল, ডাবের মত চাঁদ উঠেছে ঠান্ডা গোল গাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর, ঘুম হারা এই মস্ত শহর কাঁপছিল থর থর) বিঃদ্রঃ সমুদ্রে ভাটার সময়ে কুকুরের দল নেমে পড়ে বেলা ভুমীতে আটকে পড়া মাছ ধরতে। এই রোমান্টিক যুগল তাই করছিল।

তবে চাঁদের আলোয় কুকুর, নেকড়ে এবং ভাল্লুকের মাঝে নাকি অনেক রহস্যময় আচরন দেখা যায়। আমার পোষা কুকুর বাঘিরার আচরন পুর্নিমা রাতে পালটে যেত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।