আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ব্লগের পেছনেও কি উলফার টাকা ব্যয় হচ্ছে?

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

একটি একক গোষ্ঠী যদি দেশের মিডিয়ার বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে তবে তার ফলাফল ভয়ানক হতে পারে। বিভিন্নমুখী মিডিয়ার প্রভাব খাটিয়ে নিজেদের বা প্রভুদের কুমতলবগুলো হাসিল করা তাদের জন্যে সহজ হয়ে যায়। তাই একই হাউস যখন বাংলা/ইংরেজি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, এফএম রেডিও এমনকি 'মুক্ত মিডিয়া' ব্লগেরও মালিক বনে যায় তবে তা দুঃশ্চিন্তাদায়ক। কারণ তাদের পক্ষে কোন দেশকে অকার্যকর করা যেমন সম্ভব আবার সামরিক-সুশীল সরকার জন্ম দেয়ার কাজটি করাও সম্ভব। কারণ তারা জঢ়ঢ়ঢ়নমত ও জনগণের মনোজগত নিয়ন্ত্রণ করতে পারে।

তারা ভয় করো না কিছুতেই, উল্টো হয়ে ওঠে ভয়ংকর! হোয়েন দি মিডিয়া টার্নস ইনটু ইভিল বা গণমাধ্যম যখন শয়তানিতে মোড় নেয় শিরোনামের রিপোর্টে ইন্ডিয়ান রাইটার সুনিতা পাল বাংলাদেশের ট্রান্সকম গ্রুপের ডেইলি স্টার-প্রথম আলোর মুখোশটি আংশিক উন্মোচন করেছেন। তিনি প্রথমেই লিখেন, সাধারণত কোন মিডিয়া জাতি গঠনে ভূমিকা রাখে, কিন্তু এর ব্যতিক্রমও আছে। কোন দুষ্টচক্র বা স্বার্থান্বেষী মহল একে একটি জাতির ধ্বংসের কাজে ব্যবহার করে থাকে। তার পরই তিনি আসল বোমাটি ফাটান- বাংলাদেশের বিশেষ মিডিয়া প্রতিষ্ঠান ট্রান্সকম মিডিয়ায় তথা স্টার-আলো গ্রুপে ইন্ডিয়ার নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা ব্যাপকভাবে বিনিয়োগ করেছে! পরিহাস! যারা নিজেরাই জঙ্গিবাদ নিয়ে গর্গল করে তাদেরই অর্থের উৎস কিনা জঙ্গি সংগঠন! তার পুরো লেখাটি পড়লে হতভম্ব হয়ে যেতে হবে! পরে 'দি আসাম ট্রিবিউন' পত্রিকাতেও 'উলফা হ্যাজ স্টেকস ইন বাংলা মিডিয়া' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। সুনিতা পালের প্রতিবেদনটি গত জুনে গ্লোবাল পলিটিশিয়ান, আমেরিকান ক্রনিকল ইত্যাদি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবার পর ব্যাপক আলোচিত হয়।

লজ্জার মাথা কাটা যায় বাংলাদেশের। সেই প্রথম আলো গোষ্ঠী গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করেছে প্রথম আলো ব্লগ। এবার অনলাইন মিডিয়ায় প্রভাব সৃষ্টির তোড়জোড়। সাম্রাজ্যবাদী চেতনার দেশ বিরোধী এই গ্রুপটির নতুন উদ্যোগের পেছনেও কোন 'বৈদেশিক সাহায্য বা বিনিয়োগ' যেমন উলফার টাকা ব্যয় হচ্ছে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করছি আমরা সাধারণ ব্লগাররা। এখানে প্রথম আলোর কোন ভক্ত-দালাল থাকলে দয়া করে উত্তর দিয়ে আমাদের বাধিত করবেন।

অবশ্য বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া তাই হওয়াটাই স্বাভাবিক! তাই ওখানে যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের নৈতিক স্বচ্ছতা থাকা প্রয়োজন। কিন্তু আত্নপ্রচারের লোভে যারা থোড়াই কেয়ার করবেন তাদের জেনে রাখা উচিত আমরা ও দেশমাতা ওদের জন্য লজ্জিত! বি.দ্র. ভাল্‌গার কমেন্ট ও রেটিং করার আগে সুনিতা পালের রিপোর্টটি পড়ে নিন: Click This Link সঙ্গে একটি ফলোআপ: Click This Link লোগো সৌজন্যে: জিরো ওয়ান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।