আমাদের কথা খুঁজে নিন

   

GRADE SHEET...



4-2 এর result দেওয়ার পর শুনলাম সবাই certificate তুলছে। তো যেহেতু আর কোন কাজ নাই আমার তাই আমিও ভাবলাম তুলেই ফেলি certificate টা। যেমন ভাবা তেমন কাজ। department অফিসে গিয়ে certificate এর কথা বলায় আমার হাতে দুইটা কাগজ ধরিয়ে দিল, এই দুইটা কাগজ পূরণ করে জমা দিতে হবে। একটা পূরণ করা মোটামুটি সহজ, আরেকটা তে যাবতীয় course যা বুয়েট এ 1-1 (1st year) থেকে 4-2 পর্যন্ত করেছি তার নাম এবং কি grade পেয়েছি তা লিখতে হবে।

আর সবচেয়ে ভয়ানক যে বাপারটা সেটা হল, আট টার্ম এর grade sheet এর মূল কপি এই form এর সাথে জমা দিতে হবে। প্রত্যেক term এর পর grade এর ভয়াবহ decrement দেখার পর grade sheet টা যে কোথায় ছুঁড়ে ফেলে দিতাম তা মনেকরা প্রায় অসম্ভব। তাই আমি প্রায় অকুল পাথারে পড়লাম। হাতে রয়েছে শুধু 4-2 এর grade sheet। বন্ধুদের কাছে জিজ্ঞেস করায় তারা বলল যে নির্দিষ্ট কিছু fees জমা দিলে আবার নাকি grade sheet পাওয়া যায়।

কত fees জিজ্ঞেস করাতে সে বলল 20 টাকা। আমি ত মহাখুশি, 20 টাকায় সব grade sheet পাওয়া যাবে। তাই খুঁজাখুঁজি বাদ দিয়ে exam controller অফিসে গেলাম, ওরা যা বলল সেটা শুনে তো আমার মাথায় হাত। per grade sheet 20 টাকা করে দিতে হবে … তারপর বাসায় এসে আবার তুমুল খুঁজাখুঁজি...এইবার এমনই জঙ্গী ভাবে খুঁজেছি যে আট টার যায়গায় নয়টা grade sheet খুঁজে পেলাম। term তো ছিল আটটা নয়টা কিভাবে পেলাম।

পরে এর কারন অন্নেষণ করে দেখলাম আমার কাছে আমার এক বন্ধু আনোয়ার এর একটা grade sheet ও আছে আমার কাছে। …তাইলে বুঝুন অবস্থা, আমরা grade sheet কে কতটা গুরুত্ব দেই... ... এই হচ্ছে buet এর common scenario…..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।