আমাদের কথা খুঁজে নিন

   

এল সি ডি মনিটরের/টিভির দেশে কেমন দাম?(একটি সামরিক পুষ্টানি,মুছে দিতাম পারি)

যা লিখি তাই অখাদ্য হয়। তবুও চেষ্টায় আছি....

দেশে আসার চিন্তা করছি। আগামী ঈদে ব্লগারগো লগে ঈদ করুম মনে লয়। দেশে আসার জন্য কিছু কেনা কাটা করা দরকার। আমার যেহুতু মুভি দেখার শখ তাই চিন্তা করছি একটা এল সি ডি টিভি কিনা আনুম।

এটা কিনতাম চাই। ৩২ ইন্চি। কেমুন অইবো কন তো?রূমটারে পুরা হোমথিয়েটার বানামু। এখন ঘটনা অইলো দেশে এল সি ডি টিভির কেমন দাম?আরেকটা প্রধান সমস্যা হলো আমাদের কাস্টমস। টিভির জন্য কত টাকা ট্যাক্স দিতে হবে?দেখা গেলো ট্যাক্স দিয়ে নিয়ে গেলাম কিন্ত দেশে আরো কমে পাওয়া যেতো।

তাহলেতো পন্ডশ্রম হবে। যদি তেমনই হয় তাহলে ২২ অথবা ২৪ ইন্চি এলসিডি মনিটর কিনা আনলে কেমন হয়?অবশ্য টিভি আর মনিটর দুইটার দুই রকম মজা। যেহেতু হোম থিয়েটার বানাবো তাহলে টিভিই বেষ্ট হবে মনে হয়?কি বলেন সবাই? প্লিজ একটু হেল্পান সবাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।