বিস্তির্ন এই মন আকাশে ছেঁড়া ঘুরির মতোই বাধাহীন উড়তে চাই...
বেশ কিছুদিন হয়ে গেল ইউনিভার্সিটি থেকে বি.এস.সি শেষ করে এখন একটা আই.এস.পি তে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। প্রতিদিন সকালে ঘুম থেকে জোড় করে অনেক কষ্টে তারাহুরা করে অফিসের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কোনদিন ও সঠিক সময়ে অফিসে পৌছতে পারিনা। অফিসে লেট হলেই বসদের ঝারি, আর হাজিরা খাতায় অনুপস্থিত, সব নিয়ে এ এক অসহনিয় জ়ীবন। এ জীবন আর ভাল্ লাগেনা............। যখন স্কুল, কলেজ এবং পরিশেষে ইউনিভার্সিটির জীবন ছিল তখন মনে কোন দুঃখ ছিল বলে মনে পরছেনা।
সে সময় ইচ্ছামত ঘুম, ইচ্ছামত যখন যেখানে খুশি মনের সাধ মিটিয়ে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকা........। আমার সেই বন্ধুগুলোও এখন আর আগের মতো করে ইচ্ছেমত সময় দিতে পারে না। কারণ এখন সবাই যে জীবিকার জন্যে যার যার মত করে ব্যস্ত সময় কাটাচ্ছে। আমার এক সিনিয়র ভাই/বন্ধু আছে উনি এতটাই মজার একজন মানুষ যে কিনা ইউনিভার্সিটির বন্ধুদের মধ্যে "গুরু" বলে আক্ষ্যায়িত। আমার বন্ধুদের সবাই আলাদা আলাদা ভাবে এক এক জন জিনিয়াস।
ফলে মাঝে মাঝে এই জিনিয়াস দের মধ্যে মনভাব দেখা দিত, এই নিয়ে আবার ও হত। এ রকম ঘটনা বেশী দিন থাকত না, সবাই মিলে মিটিং করে আবার একসাথে আগের মত জম্পেস আড্ডা দিতাম। উঃফ্ কি মজার ছিল সেই দিন গুলো ........... এখন চাইলেও পারিনা সেদিনের মতো সবাই মিলে এক সাথে একত্রে সময় কাটাতে। এখন জীবনটা মনে হয় একটা ফ্রেমে বন্দি হয়ে গেছে, সেখান থেকে মুক্তি আর মিলবে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।