আমাদের কথা খুঁজে নিন

   

Software Review... HKweb Browser

মৃত্যুই মুক্তি হলে জীবন কেন
গত দুই দিন ধরে হাফিজ খাঁন নামে একজন ব্লগার "High Speed Internet Browser HKB" শিরোনামে বাংলাদেশ সময় অনুযায়ী ভোর রাতের দিকে পোষ্ট করে যাচ্ছেন। তার ভাস্য মতে HKweb Browser নামক Browser টি উচ্চগতি সম্পন্ন, সল্প ওজনের একটি ব্রাউজার। যদিও আমার মতে কোন নতুন Software এর কথা বললে এর সুবিধা আসুবিধা নিয়ে পাঠককে আবহিত করা লেখকের দায়িত্ব। কিন্তু সময়ের অভাবে লেখক হয়ত তা করতে ভুলে গিয়েছেন। তাই আমি পাঠক তথা সা. ইন এর Blogger দের এই Browser সম্পর্কে অবহিত করার চেষ্টা করলাম।

HKweb Browser: Size: 403 KB Easily Portable বৈশিষ্ট্য - ১: ৮০৩ x ৬০২ দৈঘ্য প্রস্হ বিশিষ্ট্য একটি Browser। যা মোটামুটি আপনার Monitor এর মাঝখানে অবস্থান করবে। শত চেষ্টা করলেও ডানে বামে কিংবা উপর নিচে সরাতে পারবেন না। বৈশিষ্ট্য - ২: Close আর Minimize বাটন ছাড়া Title বারে অন্য কোন Button নেই। তাই আপনি শত চেষ্ট করলেও Browser টিকে Full Screen করতে পারবেন না।

এমন কি টানাটানি করেও কোন লাভ হয়নি। বৈশিষ্ট্য - ৩: Browser টির বামদিকে কতগুলো Button পাবেন। যেগুলোকে মূলত Icon অনুযায়ী "Back", "Previous", "Refresh" এবং "Stop" বাটন হিসেবে চিহ্নিত করা যায়। "HK WAP" নামের Button টি আপনাকে http://hkwap.xtgem.com/ এই Web Site এ নিয়ে যাবে। আর এই Button গুলোতে Click করলে সুন্দর সুন্দর Music শোনা যাবে যাতে আপনার কানের পর্দা ফেটে গেলে অবাক হবার কিছু নেই।

বৈশিষ্ট্য - ৪: Address Bar এ আপনাকে সম্পুর্ণ Web Site টির নাম লিখতে হবে। যেমন : http://www.yahoo.com । সেকেলে পদ্ধতি যেমন শুধু Yahoo লিখে "Alt + Enter" দিবেন সে উপায় নেই। শুধু তাই নয় "Enter" নামক একটি বড় বাটন Browser টিতে কোনই কাজে আসে না। সুতরাং আপনাকে সম্পূর্ণ ওয়েব এড্রেসটি লিখে পাশের "Go..." লেখা স্থানে সজোরে ক্লিক করতে হবে।

আর হ্যা "Status Bar" এ আপনি আপনার Browser এর কার্যবিধি দেখতে পারবেন। বৈশিষ্ট্য - ৫: যেহেতু "Full Screen" করার মহান ব্যবস্থা Browser টিতে নেই। সুতরাং উপর এবং নিচের "Scroll Bar" টেনে টেনে বড় Web Site গুলো আপনাকে দেখতে হবে। আর আপনার মাউসে Middle Button তথা বেশির ভাগ ক্ষেত্রে Scroll Bar না থাকে তবে খুবই সমস্যায় পড়বেন। যাই বলেন টানাটানি করতে কার ভাল লাগে... পরিশিষ্ট: উপরের বৈশিষ্ট্য গুলো বিবেচনা করে আশা করি আপনারা সিদ্ধান্ত নিবেন।

আর কেউ যদি এর চেয়েও বেশি বিরক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে Browser টি Download করে ব্যবহার করে দেখুন। Download করতে এখানে Click করুন... Overall Rating: সহজ সরল বাংলায় ফালতু.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।